সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান

আবারো সীমান্তে যুদ্ধবিরতি লংঘন করেছে পাকিস্তান। জঙ্গিদের ভারতীয় সীমানা পেড়িয়ে প্রবেশ করতে সাহায্য করার পাশাপাশি সীমান্তে অযথা গোলাগুলি করেছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর দাবী সীমান্তের নৌসেরা সেক্টরে গুলিবর্ষণ করেছে পাকিস্তান।
রোববার ভোর পাঁচটার দিকে গুলিবর্ষণ শুরু করে পাক সেনারা। ভারতীয় সেনারা বলছে, তাদের উদ্দেশ করেই গুলি চালিয়েছে পাক সেনারা।
ভোরের দিকে হঠাৎ করে এমন গোলাগুলির শব্দে সীমান্তের কাছাকাছি থাকা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনারা সতর্ক থাকায় সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গুলিবর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শিশুদের সেখান থেকে সরিয়ে নেয়া হয়।
মাত্র একদিন আগেই ভারতীয় সেনাবাহিনী ঘোষণা করেছিল প্রয়োজনে আবারো সার্জিকাল স্ট্রাইক চালানো হবে। ধারণা করা হচ্ছে, ভারতের তরফ থেকে এমন ঘোষণা পাওয়ার পরপরই বিকল্প কিছু চিন্তা করছে পাকিস্তান। তারই অংশ হিসেবে হয়তো এই গোলাগুলির ঘটনায় ভারতকে পাক সেনারা জানিয়ে দিল তারাও প্রস্তুত।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন