সীমান্ত অপরাধ বন্ধে বাংলাদেশ-ভারত একসাথে কাজ করবে
অস্ত্র, মাদক, চোরাচালান ও মানবপাচারের মতো সীমানত্ম অপরাধ বন্ধে বাংলাদেশ-ভারত একইসাথে কাজ করবে। পাশাপাশি বিনা দোষে বন্দিদের মুক্তির বিষয়ে আনত্মরিকভাবে কাজ করবে দু’দেশই। রাজশাহীতে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলনে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজশাহীর সার্কিট হাউসে দু’দেশের আটটি গুরত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে রাজশাহীর কাছে সীমানত্ম হাট চালু করা হবে। চুয়াডাঙ্গা সীমানেত্মর দৌলতগঞ্জ-মাজদিয়া স্থল বন্দর ফের চালু হবে শিগগিরই। এছাড়া সীমানেত্মর পিলার সংস্কারে ব্যবস্থা নেয়া হবে। দু’দেশে যাতায়াতের প্রক্রিয়াও সহজ করা হবে।
রাজশাহীর জেলা প্রশাসকের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলে চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন। অপরদিকে ভারতের চার সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নদীয়ার জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভার্টি।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন