সীমান্ত পোস্টে যাতায়তে ভারতের সড়ক ব্যবহার করতে পারবে বিজিবি

প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সীমান্ত পোস্টগুলোতে যাতায়তের জন্য ভারতের সড়ক ব্যবহারের করতে পারবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিজিবির সীমান্ত পোস্টগুলোতে যাতায়তের জন্য ভারতের কিছু সড়ক ব্যবহারের অনুমতি চেয়েছিল বাংলাদেশ। দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে ভারতীয় পক্ষ এতে সম্মতি জানায়। বর্তমানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের ব্যবহারের জন্য সড়ক চিহ্নিতকরণের কাজ চূড়ান্ত করছে।
এদিকে বাংলাদেশ সীমান্তে ৬১টি নতুন সীমান্ত হাটের অনুমোদন দিয়েছে ভারত। বর্তমানে প্রতিবেশী দুই দেশের সীমান্তে পাঁচটি হাট রয়েছে। এসব হাটে সীমান্তের নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দারা কিছু বিধি-নিষেধেদের আওতায় পণ্য কেনাবেচা করতে পারে।
সীমান্ত হাটের ওপর ভারত গুরুত্ব দিচ্ছে। তারা মনে করে এটি সীমান্তে চোরাচালান বন্ধে সহায়ক। একইসাথে তা দুই দেশের মানুষের মধ্যে বন্ধন রচনা করে। নতুন অনুমোদিত সীমান্ত হাটগুলোর তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন