সীমান্ত ব্যাংক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত ট্রাস্ট ব্যাংকের আদলে ‘সীমান্ত ব্যাংক’ নামে নতুন একটি ব্যাংক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাছধানীর ফিলখানায় এ ব্যাংটির উদ্বোধন করেন তিনি। একটি বাণিজ্যিক ব্যাংক স্থাপন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাইফেলস কল্যাণ সংস্থা ব্যাংকটি পরিচালনা করবে। বিজিবির মহাপরিচালক পদাধিকারবলে ব্যাংকটির প্রধান হবেন।
উল্লেখ্য, ঝিগাতলা সীমান্ত স্কয়ারের কাছে যে নতুন ভবন হচ্ছে, সেখানেই এই ব্যাংকের প্রধান কার্যালয় হবে। ব্যাংকে চাকরির ক্ষেত্রে বিজিবির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সুবিধা পাবেন। তাঁদের কোটাও থাকবে। একইভাবে ঋণের ক্ষেত্রেও তাঁরা বিশেষ সুবিধা পাবেন। তিনি জানান, সীমান্ত ব্যাংকের পরিচালক কারা হবেন সেটা এখনো নির্ধারিত হয়নি। তবে ব্যাংক চালাতে অভিজ্ঞতা আছে এমন লোকদেরই রাখা হবে। বিজিবির কর্মকর্তারাও পরিচালক হিসেবে থাকতে পারেন। তবে সবকিছু হবে ট্রাস্ট ব্যাংককে অনুসরণ করে। ট্রাস্ট ব্যাংক যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবেই সীমান্ত ব্যাংক পরিচালিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন