সীমান্ত সিল করে দেওয়ার বিষয়ে পাকিস্তানকে কিছু জানায়নি ভারত!

বেআইনি অনুপ্রবেশ রুখতে পাকাপাকিভাবে ভারত-পাকিস্তান সীমান্ত সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ইতিমধ্যে সিল করে দেওয়ার প্রাথমিক কাজও শুরু করে দিয়েছে সরকার।
কিন্তু এই বিষয়ে নাকি ইসলামাবাদকে ভারতের তরফে কিছুই জানানো হয়নি। এমনটাই অভিযোগ করলেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া। যদিও ভারতের তরফে এই বিষয়ে জানানো হয়েছে বলে পালটা দাবী সরকারি এক আধিকারিকের।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের এই সংক্রান্ত বক্তব্যের বিষয়ে মন্তব্য চাওয়া হলে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, পাকিস্তান এই বিষয়ে বিস্তারিত কিছুই জানে না। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে পাক-ভারত সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন রাজনাথ সিং।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, নাফিস জাকারিয়া আরও অভিযোগ করে, একদিকে প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির কথা বলেছে কিন্তু কাজ করছে তার বিপরীত। যদিও পাকিস্তানের কোনও অভিযোগই কর্ণপাত করতে নারাজ কেন্দ্র।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন