সীমান্ত স্কয়ারে দিন-দুপুরে চুরি: সাত মিনিটেই ১৫৯ ভরি স্বর্ণ নিয়ে পালায় চোরেরা
ঢাকার ধানমন্ডি এলাকার সীমান্ত স্কয়ার বিপণিবিতানের দোকানের শাটার নামিয়ে তালা দিয়ে নামাজে যান বিক্রয়কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যে দোকানের সামনে আসেন ৯ জন যুবক। তাদের মধ্যে দুজন ছাড়া সবার মুখে ছিল মাস্ক। এরপর একজন একটি চাদর মেলে ধরে দোকানের শাটার ঢেকে ফেলেন। আর তখন ২ জন সদস্য চাদরের পেছন দিকে গিয়ে শাটারের তালা কাটেন ও ভেতরে একজন ঢোকেন। বাকি ৮ জন আশপাশের দোকানে গিয়ে জিনিসপত্র কেনার নামে সেসব দোকানের বিক্রয়কর্মীদের ব্যস্ত করে রাখলেন। ৭ মিনিট ২৫ সেকেন্ড পরে দোকানের ভেতর থেকে প্রায় ১৫৯ ভরি স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলেন চোর চক্রের সদস্য। পরে একে একে বেরিয়ে গেলেন চক্রের বাকি সদস্যরাও।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে ধানমন্ডি এলাকার সীমান্ত স্কয়ার বিপণিবিতানের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে বিপণিবিতানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চুরির এই দৃশ্য ধরা পড়ে। পরে এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
পুলিশ বলছে, দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, দুপুর ১টার দিকে ৯ জন লোক দোকানের সামনে যান। এর ৭ মিনিট পর ব্যাগে ভরে স্বর্ণ নিয়ে বেরিয়ে যান। তাদের দুজন বাদে সবার মুখে মাস্ক পড়া ছিল। চুরির সঙ্গে বিপণিবিতানের ভেতরের কেউ জড়িত কিনা, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। সীমান্ত স্কয়ারে ৩টি দোকান রয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় ক্রেতা কম থাকার সুযোগে চোর চক্রের সদস্যরা বিপণিবিতানে ঢোকেন।
এ ঘটনায় ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম বলেন, “স্বর্ণের দোকানে চুরির সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ
সেন্টমার্টিনে খাবার পানি সরবরাহ করবে সরকার, বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ
সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পানির পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানিবিস্তারিত পড়ুন
৫ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি
পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) তিন মাসের ছুটিতে পাঠানোর নির্দেশবিস্তারিত পড়ুন
সঞ্চয়পত্র কেনায় জুলাই বিপ্লবে শহিদদের পরিবারকে যে সুবিধা দিল এনবিআর
করের বিষয়ে জুলাই বিপ্লবে শহিদ পরিবারের সদস্যদের ছাড় দিয়েছে জাতীয়বিস্তারিত পড়ুন