শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সীমান্ত হত্যা ভারতের সঙ্গে সম্পর্কের অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা অগ্রহণযোগ্য এবং এটি দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, ‘সীমান্তে একটি মানুষ গুলি খেয়ে মারা গেলে সারা দেশে এর প্রতিক্রিয়া হয় এবং সেটি নেতিবাচক প্রতিক্রিয়া, যা আমরা চাই না।’

সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

ঠাকুরগাঁও সীমান্ত হত্যার ঘটনায় প্রতিবাদ জানানো হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমি এটার অপেক্ষা করছি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কনফার্ম (চূড়ান্ত) করলে আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাব। যখন বলা হতো ভারতের সঙ্গে সোনালী অধ্যায় চলছে, তখনো ঠিক একই ঘটনা চলছিল। কাজেই এটার কোনো পরিবর্তন হয়নি। এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে।’

সীমান্তে বাংলাদেশি হত্যা উস্কানিমূলক কি না— জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘যখন সোনালী সম্পর্ক বলা হয়েছে তখনো একই ঘটনা ঘটেছে। আলাদা করে দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য বিষয়। তখনো অগ্রহণযোগ্য, এখনো অগ্রহণযোগ্য।’

তৌহিদ হোসেন বলেন, ‘সীমান্ত হত্যা যেটা হয়, সেটা দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না। মানুষের বিষয় আছে। একটি মানুষ যখন সীমান্তে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটার প্রতিক্রিয়া হয় এবং সেটা একটা ন্যারেটিভ হয়; এটা আমরা চাই না।’

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, উনি যেটা বলেছেন সেটাই একচুয়াল পজিশন। আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই। সেটা অবশ্যই সার্বভৌম সমতার ভিত্তিতে এবং আমরা চাই যে, সম্পর্ক একতরফা হওয়ার কোনো প্রয়োজন নেই। দুই পক্ষের সম্পর্কের ভিত্তিতে।’

সীমান্ত সংলগ্ন ভারতের দুটি রাজ্যে নানারকম অস্থিরতা যাচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ সীমান্তে বাড়তি সর্তকতা জারি করেছে কি না— জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার জানা মতে আমরা এখন পর্যন্ত অতিরিক্ত সতর্কতা জারি করি নাই। স্বরাষ্ট্র (মন্ত্রণালয়) যদি মনে করে সেরকম করার প্রয়োজন আছে, তখন তারা সেটা করবে।’

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ধনতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হয়। ওই ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “দেশের সিস্টেমগুলোতে ক্যান্সারবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক, শর্ত চার

চার শর্তে বাংলাদেশকে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারবিস্তারিত পড়ুন

  • কেজরিওয়ালের পদত্যাগের পর কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? আলোচনায় আছেন যারা 
  • মহানবীর আদর্শে বৈষম্যহীন সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব: ধর্ম উপদেষ্টা
  • নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে শেহবাজ শরিফের 
  • কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ট্রাম্পকে হত্যা করতে চায়, কে এই রায়ান রুথ?
  • ঢাবির শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে হাসনাত আবদুল্লাহর ১৪ দাবি
  • মঙ্গলবার রাজধানীতে বিএনপির গণসমাবেশ 
  • আর্থিকখাতে যুবকদের অন্তর্ভুক্তি: আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশ ব্যাংক
  • বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা
  • অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
  • মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
  • এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে: চিফ প্রসিকিউটর