‘সুইটহার্ট’ দেখে দর্শকের চোখ ভিজেছে : রিয়াজ

ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে চলছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত চলচ্চিত্র ‘সুইটহার্ট’। ছবিটির মাধ্যমে দুই বছরের বিরতি শেষে ,বড় পর্দায় ফিরেছেন চিত্রনায়ক রিয়াজ।
যদিও অতিথি চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ তবুও প্রিয় নায়ককে দেখার জন্য দর্শকরা গতকাল শুক্রবার ভিড় করেন সিনেমা হলগুলোতে। হলে গিয়ে ছবিটি দেখার সময় পাননি রিয়াজ, তবে দর্শকের সাড়া তাঁকে ঠিকই পৌঁছে দিয়েছেন পরিচালক- এমনটিই জানালেন রিয়াজ।
নতুন ছবি নিয়ে কথা প্রসঙ্গে রিয়াজ বলেন, “দর্শকের চোখ ভিজিয়েছে ‘সুইটহার্ট’ – এমন খবর পেয়েছি। এটা কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ইতিবাচক দিক। কারণ বহুদিন পর দর্শক বড় পর্দার কোনো ছবি দেখে কেঁদেছেন। এই কান্নার মাঝে লুকিয়ে আছে অনেক আনন্দ।”
এদিকে রিয়াজ অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বলাকা সিনেমা হলে।
হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত এই ছবি নিয়েও বেশ রোমাঞ্চিত রিয়াজ। ছবিটির পরিচালক মেহের আফরোজ শাওন এবং সহশিল্পী চিত্রনায়িকা মাহির অনেক প্রশংসা করেছেন তিনি।
রিয়াজ আরো জানান, ‘সুইটহার্ট’ ও ‘কৃষ্ণপক্ষ’ ছবি দুটি দর্শকের মনে দাগ কাটলেই আবারও বড় পর্দায় নিয়মিত দেখা যাবে তাঁকে।
এখন দেখা যাক, বড় পর্দায় রিয়াজের প্রত্যাবর্তন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আবারও সুবাতাস বয়ে আনে কি না?
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন