সুইডেন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সুইডেনে তিনদিনের সফর শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি জানিয়েছেন।
সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোকভেনের সঙ্গে বৈঠকে অংশ নেন এবং সুইডেনের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি পৃথকভাবে সুইডেনের উপপ্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত স্পিকার, বিচার ও অভিবাসনমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সফরকালে সুইডিশ বিভিন্ন কোম্পানি ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এই সফর দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন এবং দুই দেশের মধ্যে অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলার মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
সফরকালে প্রধানমন্ত্রী ৪৭ সদস্যের ব্যবসায়ীসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সুইডেনে বাংলাদেশের কোনো সরকারপ্রধানের এটি ছিল প্রথম সফর। এই সফরে বোনা শেখ রেহানাও প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
গত ১৩ জুন মঙ্গলবার দুপুর ১২টায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী ১৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশে রওনা দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন