সুখবর ! খোলাবাজারে ১০ টাকা দরে চাল হবে জুলাই থেকে
আগামী জুলাই মাস থেকে খোলাবাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খাদ্যে আজ দেশ স্বয়ংসম্পূর্ণ। দেশের অবকাঠামো, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অভাবনীয় উন্নয়ন হচ্ছে।
শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলায় কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করে এক আলোচনা সভায় খালিদ মাহমুদ এসব কথা বলেন। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম কাজী মোহাম্মদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, আওয়ামী লীগ অপশক্তির রাজনীতি করে না, উন্নয়নের রাজনীতি করে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করলে এ অল্প সময়ে দেশ এত উন্নত হতো না।
খালিদ মাহমুদ বলেন, দেশে রাজনৈতিক দল দুটি। একটি আওয়ামী লীগ অপরটি আওয়ামীবিরোধী। আওয়ামীবিরোধী একটি ক্লাবের নাম বিএনপি। যারা স্বাধীনতার মহান নায়ক, শহীদদের নিয়ে কটূক্তি করে মুক্তিযুদ্ধ ও এর আদর্শকে অস্বীকার করতে চায়। আর আওয়ামী লীগের আমলে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান খালিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













