সোমবার, জুলাই ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুখবর শুনে মুখে হাসি, হার্শার টি-টোয়েন্টি একাদশেও মুস্তাফিজ

টি-টোয়েন্টি ক্রিকেটটা বোলারদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন। চার-ছয় হজম করতে করতে দিশেহারা হয়ে যেতে হয় বোলারদের। হাতেগোনা কিছু বোলার আছেন, যাঁরা টি-টোয়েন্টির এই ধুমধারাক্কা ব্যাটিংয়ের যুগেও নজর কাড়েন আলাদাভাবে। বাংলাদেশের তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান তাঁদের মধ্যে অন্যতম। ২০ ওভারের খেলায় মুস্তাফিজ হাসি ফোটাতে পারেন যেকোনো দলের অধিনায়কের মুখেই। টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা একাদশ বাছাই করতে গেলে তাই সবারই মনে পড়ে যায় ফিজের কথা।

এ বছর আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ছিল মুস্তাফিজের নাম। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট, ক্রিকইনফোও মুস্তাফিজকে জায়গা দিয়েছিল তাদের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। ব্যতিক্রম হয়নি জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের নির্বাচন করা সেরা একাদশের ক্ষেত্রেও। বোলিং আক্রমণ সাজাতে গিয়ে মুস্তাফিজকে সবার আগে রেখেছেন হার্শা।

২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর এখন পর্যন্ত মুস্তাফিজ খেলেছেন ১৪টি ম্যাচ। নিয়েছেন ২৩টি উইকেট। টি-টোয়েন্টির মারমুখী ব্যাটিংয়ের মধ্যেও মুস্তাফিজের ইকোনমি রেটটা রীতিমতো ঈর্শ্বনীয়। তাঁর বলে ব্যাটসম্যানরা ওভারপ্রতি নিতে পেরেছেন ৫.৯২ রান। ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলে প্রথমবারের মতো খেলতে গিয়ে আলাদাভাবে নজর কেড়েছিলেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ের পেছনে বড় অবদান ছিল বাঁ-হাতি এই পেসারের। ১৬ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৭ উইকেট।

২০১৬ সালের বর্ষসেরা একাদশ নির্বাচনের সময় তাই কেউই বাদ দিতে পারেননি মুস্তাফিজকে। হার্শার সেরা একাদশে মুস্তাফিজ ছাড়াও আছেন রবীচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরা ও অ্যাডাম জামপা। ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোও হয়ে উঠেছেন যে কোনো টি-টোয়েন্টি দলের অপরিহার্য মুখ। ব্যাটসম্যান হিসেবে আছেন ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি কক। আইসিসির বর্ষসেরা একাদশে নাম ছিল ক্রিস গেইলের। কিন্তু গেইলের তুলনায় ডি কককেই বেশি পছন্দ হার্শা ভোগলের। অধিনায়ক হিসেবে হার্শা বেছে নিয়েছেন ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের অধিনায়কত্বেই ২০১৬ সালের আইপিএল শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ।

হার্শা ভোগলের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, রবীচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরা, অ্যাডাম জামপা ও মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজ

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!