সুখী বিবাহিত জীবনের গোপন রহস্য ‘যৌনতা’
সুখী বিবাহিত জীবনের জন্য যৌনতার গুরুত্ব রয়েছে। তবে একে বিবাহিত জীবনের সবকিছু বলে মানতে নারাজ গবেষকরা।
অবশ্য সাম্প্রতিক গবেষণাতেও বিবাহিত জীবনের সুখের ক্ষেত্রে যৌনতার গুরুত্ব নতুন করে উঠে এসেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এসএমএইচ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের এক রিপোর্টে যৌনতার বিষয়ে এ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এতে গবেষকরা জানিয়েছেন, বিবাহিত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বাড়ির টুকিটাকি কাজ উভয়কেই ভাগ করে নেওয়া। তবে তার পাশাপাশি ভালো যৌনতার গুরুত্বকেও তুলে ধরেছেন তারা।
জরিপে সফলভাবে বিবাহিত দম্পতিরা জানান, তাদের সে সাফল্যের গোপন রহস্য। এতে তারা জানান, যৌন জীবনে সন্তুষ্টি তাদের এ সুখী বিবাহিত জীবন গড়তে সহায়ক হয়েছে। এটি ধর্মবিশ্বাস, পর্যাপ্ত অর্থ উপার্জন ইত্যাদিকেও পেছনে ফেলেছে।
এ বিষয়ে গবেষণাটি মূলত পিউ ইউএস রিলিজিয়াস ল্যান্ডস্কে স্টাডি নামে পরিচালিত জরিপের তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। এতে ৩৫ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির তথ্য ব্যবহৃত হয়েছে। ২০১৫ সালের মার্চ থেকে মে মাসে এ জরিপ পরিচালিত হয়েছে। এতে বিবাহিত নারী-পুরুষদের মধ্যে বিভিন্ন বিষয় অনুসন্ধান করা হয়।
এ জরিপে অংশগ্রহণকারী ৬১ শতাংশ উত্তরদাতা সুখী জীবনের উপায় হিসেবে ‘যৌন জীবনে সন্তুষ্টি’র কথা বলেন। এ ছাড়া ৫৬ শতাংশ উত্তরদাতা ‘গৃহস্থালি কাজের ভাগাভাগি’র কথা বলেন। এ ছাড়া ৪৭ শতাংশ উত্তরদাতা ‘ধর্মীয় বিশ্বাস বিনিময়’, ও ৪৩ শতাংশ ‘সন্তান নেওয়া’র কথা বলেন। এ ছাড়া পর্যাপ্ত আয়ের বিষয়টিকে গুরুত্ব দেন ৪২ শতাংশ উত্তরদাতা।
এ বিষয়ে বিবাহিত বিষয় নিয়ে গবেষক ও নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির মনোবিদ প্রফেসর এলি ফিনকেল বলেছেন, বিয়ে একটি সামাজিক নির্মাণ এবং এটি মানুষের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে সেরা বিয়েগুলো আগের যেকোনো সময়ের সেরা বিয়ের তুলনায় ভালো। কারণ আমরা বর্তমানে বিয়ের মধ্যে বহু ভিন্নধরনের বিষয় দেখছি। ‘
এ ক্ষেত্রে বর্তমানে বিয়ের সঙ্গে সঙ্গে যৌনতার বিষয়টিকেও যথাযথভাবে দেখা উচিত বলে মনে করছেন গবেষকরা। তারা জানান, বিয়ে সফল হওয়ার জন্য এ বিষয়গুলো কোনোভাবেই গোপনীয় বিষয় হিসেবে রাখা উচিত নয়। তার বদলে সবারই জানা উচিত যে, কোন বিষয়গুলো পারিবারিক জীবনে সফলতা তৈরি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন