সুজন ভাই অসুস্থ, বিশ্বাসই করতে পারছি না: মাহমুদউল্লাহ রিয়াদ

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে সোমবার দেখতে গেছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় তিনি সুজনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ক্রিকেট খেলার প্রেরণা খালেদ মাহমুদ সুজনের এমন পরিস্থিতি যেন মেনে নিতে পারছেন না রিয়াদ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘সুজন ভাই অসুস্থ হবেন, তার এই অবস্থা হবে এটা আমি বিশ্বাসই করতে পারছি না। গতকাল রাতেই তার অসুস্থতার খবর পেয়েছিলাম; কিন্তু বিষয়টা যে এতটা গুরুতর তা বুঝতে পারিনি। আজ মিরপুরে অনুশীলনে আসার পরই বুঝতে পারলাম তিনি কতটা অসুস্থ। এ কারণেই এখানে ছুটে এলাম।’
সফল ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সুজনের অবদান স্বীকার করে রিয়াদ বলেন, ‘আমি আজকের এই মাহমুদউল্লাহ রিয়াদ হয়ে গড়ে ওঠার পেছনে যে মানুষটির সবচেয়ে বেশি অবদান তিনি আমাদের সুজন ভাই। ক্যারিয়ারের শুরু থেকে তাকেই আমি সবচেয়ে কাছে পেয়েছি। তার বুদ্ধি, পরামর্শ, অনুপ্রেরণায় শুধু আমি নই জাতীয় দলের অনেক ক্রিকেটার গড়ে উঠেছেন। সারাজীবন এ কারণে ওনার কাছে কৃতজ্ঞ আমরা।’
পরিশেষে রিয়াদ সবার কাছে সুজনের জন্য দোয়া চান, ‘শুধু একজন ক্রিকেটার হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বলছি, সুজন ভাইয়ের মত ভালো মানুষ আর হতে পারে না। সদা পরোপকারী একজন ব্যক্তি। সত্যি কথা বলতে কী তাকে এমন দেখতে চাইনি। আমি মনে–প্রাণে আল্লাহর কাছে চাই, তাকে যেন আল্লাহ সুস্থ করে দেন। দেশবাসীর কাছেও দোয়া চাইছি, তারা যেন সুজন ভাইয়ের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন