দারফুর
সুদানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ
সুদান সরকারের বিরুদ্ধে দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
তাদের মতে, নিজ দেশের সরকারের ফেলা রাসায়নিক বোমায় শিশুসহ দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে দারফুরে।
রাসায়নিক হামলার শিকার ব্যক্তিদের রক্তবমি, শ্বাসকষ্ট হয় ও ত্বকে ফোসকা পড়ে যায়। তাৎক্ষণিকভাবে কেউ কেউ মারা যায় আবার ভুগে ভুগেও অনেকে মারা যায়।
সুদান সরকার ও বিদ্রোহীরা গত ১৩ বছর ধরে দারফুরে যুদ্ধে লিপ্ত আছে।
অ্যামনেস্টির ক্রাইসিস রিসার্চ-বিষয়ক পরিচালক তিরানা হাসান জানিয়েছেন, নতুন করে সরকারি হামলার খবরের এই অর্থ দাঁড়ায় পরিস্থিতি পাল্টায়নি।
অ্যামনেস্টি আট মাস ধরে এ বিষয়ে অনুসন্ধান চালিয়েছে। দারফুরের প্রত্যন্ত অঞ্চল জেবেল মারায় হত্যা, গণহত্যা, গণধর্ষণের মতো বীভৎস ঘটনার প্রমাণ পেয়েছে তারা।
এ বছরের জানুয়ারি মাসের মাঝামাঝিতে বিদ্রোহী নেতা লিবারেশন আর্মির প্রধান আবদুল ওয়াহিদের বিরুদ্ধে অভিযান শুরু করে সুদানের সরকার অনুগত সেনাবাহিনী। অ্যামনেস্টির গবেষকরা সেখানে অন্তত ৫৬ জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন, যারা দাবি করেছে- প্রায় ৩০ বার সুদানি বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন