সুনাগরিক গঠনে লাইব্রেরির বিকল্প নেই : ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, জ্ঞান অর্জন এবং সুনাগরিক গঠন করতে লাইব্রেরির বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে সুস্থ সৃজনশীল চিন্তাধারার সঙ্গে সম্পৃক্ত করতে প্রয়োজন বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা।সুনানগরিক গঠিত হলে দেশে জঙ্গিবাদের উত্থান হবেনা।
শনিবার জাতীয় প্রেসক্লাবে গ্রন্থাগারিক পেশাজীবী সমিতি (বেলিড) আয়োজিত সুনাগরিক গঠন ও সন্ত্রাসবাদ রোধে গ্রন্থাগার পেশাজীবীদের করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
সংগঠনের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেগম আখতার জাহান, পিকে এসএফ-এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান, অ্যাডভোকেট সুলতানা কামাল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের প্রো-ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, অধাপক ড. এস এম মান্নান প্রমুখ।
ডেপুটি স্পিকার বলেন, সুনাগরিক গঠন করতে যুব সমাজকে লাইব্রেরির প্রতি আকৃষ্ট করতে হবে। পাঠক যাতে আকৃষ্ট হয় সেজন্য লাইব্রেরিতে পড়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।
এসময় তিনি জাতীয় সংসদের যে সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে সেটিকে ব্যাবহারের জন্য সংসদ সদস্য ও আগ্রহীদের আহ্বান জানান। তিনি বলেন, সংসদ লাইব্রেরিকে আরো সমৃদ্ধ ও যুগোপযোগী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন