সুনামি বইয়ে দিলেন ভারতের ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া !

এটা নাকি একটা টেস্ট ম্যাচ? কে বলে? লঙ্কান ক্রিকেটাররা হাড়ে হাড়ে টের পেলেন ‘ব্যাটিং সুনামি’ কাকে বলে। আর এই সুনামি তৈরী হলো যার ব্যাট থেকে তিনি সময়ের বহুল আলোচিত পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। তার কাছে ক্রিকেটের ফরম্যাট কোনো বিষয়ই না। ৪, ৪, ৬, ৬, ৬, ০—এক ওভারে ২৬ রান তুলে ৮৬ বলে তিন অংকে পৌঁছলেন ভারতের এই তরুণ হার্ডহিটার।
পালেকেল্লেতে সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওপেনার শিখর ধাওয়ান। তবে তার ইনিংসটা এত মারকাটারি ছিল না। ম্যাচের দ্বিতীয় দিন আজ রবিবার ৬ উইকেটে ৩২৯ রানে খেলা শুরু করে ভারত। গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান ঋদ্ধিমান ও পান্ডিয়া তাদের জুটিকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেনি। দিনের দ্বিতীয় ওভারেই ফার্নান্ডোর বলে আউট হন ঋদ্ধি(১৬)।
ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যানের বিদায়ের পর ক্রিজে আসেন কুলদীপ যাদব। পান্ডিয়ার সঙ্গে অষ্টম উইকেটে ৬২ রান যোগ করেন তিনি।
এই জুটির উপর ভর করেই ৪০০ পার করে ভারত। দলের রান যখন ৪০১ তখনই সান্দকানের বলে আউট হন কুলদীপ (২৬)। এরপর শুরু হয় পান্ডিয়া সুনামি। ৬১ বলে হাফ সেঞ্চুরি করলেও তিন অংকে পৌঁছতে তিনি খেলেন মাত্র ৮৬ বল। ৯৬ বলে ৮ চার এবং ৭ ছক্কায় ১০৮ রান করে সান্দাকানের শিকার হন হার্দিক।
ভারতও এবার আগের দুই ম্যাচের মত রানের হিমালয় গড়তে পারেনি। সফরকারীদের ইনিংস শেষ হয়েছে ৪৮৭ রানে। এই রান খুব একটা কম নয়। ৫০০ এর নিচে ভারতকে আটকে দেওয়ার পেছনে মূল কাজ করেছেন সান্দাকান। ৩৫.৩ ওভার বল করে ১৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চা বিরতির আগ পর্যন্ত ৬১ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন