সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্যপ্রমাণ ছাড়া সোনার দোকানে অভিযান নয়: এনবিআর

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোন সুনির্দিষ্ট অভিযোগ ও অনুসন্ধানে প্রাপ্ত পর্যাপ্ত তথ্যপ্রমাণ ছাড়া স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানে অযথা কোন অভিযান চালানো হবে না।
ওই বিজ্ঞপ্তিতে ‘সৎ ব্যবসায়ীদের আতংকিত না হবার’ আহ্বান জানিয়েছে এন বি আর।
আজ এন বি আরের চেয়ারম্যানের সাথে বাংলাদেশের জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দের এক আলোচনার পর এ কথা ঘোষণা করা হয়।
সম্প্রতি ঢাকার বনানীতে দু’জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলাযর সূত্র ধরে এর প্রধান অভিযুক্ত সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদের মালিকানাধীন আপন জুয়েলার্স-এ একাধিক অভিযান চালায় কর্তৃপক্ষ, এবং ১৫ মণেরও বেশি স্বর্ণ আটক করা হয়।
সে সময় এই জুয়েলারির সোনা এবং হীরার মজুদএবং উৎস নিয়ে প্রশ্ন ওঠে। শুল্ক গোয়েন্দা বিভাগ আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেয়ার পাশাপাশি মালিকদেরও তলব করে।
এর প্রতিবাদ জানিয়ে জুয়েলার্স সমিতি বলে, এ ধরণে অভিযানের মাধ্যমে সারাদেশে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করা হয়েছে।
তবে বৈঠকে এনবিআরের চেয়ারম্যান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চালানো ওই অভিযান নিয়ে সাধারণ ব্যবসায়ীদের আতংকিত হবার কিছু নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন