সুন্দরবনের শ্যালা নদীতে কয়লাবাহী জাহাজডুবি

আবারও সুন্দরবনের সেই আলোচিত শ্যালা নদীতে হি-হর্স নামের একটি জাহাজ ডুবে গেছে। শনিবার বিকেল ৫টার পরে চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম।
বন কর্মকর্তারা জানান, বিকেল ৫টার দিকে কয়লাবাহী লাইটারেজ জাহাজ সি-হর্স শ্যালা নদীপথে আসার সময় চাঁদপাই রেঞ্জের কাছে ডুবে যায়। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বিভাগ ও মংলা বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কর্মকর্তারা ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে ঘটনাস্থলে রওয়ানা দেয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে সাড়ে তিন লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ওটি সাউদার্ন স্টার জাহাজ ডুবে যায়। ঘটনার পরে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি শ্যালা নদীতে নৌচলাচল বন্ধ রাখার সুপারিশ করে। পরবর্তীতে আবারো শ্যালা নদীতে নৌ চলাচল উন্মুক্ত করে দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন