সুন্দরবনে অগ্নিকাণ্ড : বনজীবীদের এলাকা ত্যাগের নির্দেশ
সুন্দরবনে দফায় দফায় আগুন লাগার কারণে চাঁদপাইয়ের পর শরণখোলা রেঞ্জেও বনজীবীদের সব ধরনের পাস-পারমিট দেওয়া বন্ধ রেখেছে বন বিভাগ। এ ছাড়া সে এলাকায় অবস্থানকারী বনজীবীদেরও এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যে জেলে, মৌয়ালি বা বাওয়ালিরা পাস-পারমিট নিয়ে এখনও ওই এলাকায় অবস্থান করছেন, তাদের দ্রুত বন থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে।
বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ শুক্রবার বলেন, বাববার আগুন লাগার কারণেই তাদের এ সিদ্ধান্ত। তিনি বলেন, ”এখনও যারা পাস-পারমিট নিয়ে পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে অবস্থান করছেন, তাদের দ্রুত বের হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
তবে বাইরে থেকে আসা পর্যটকরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন বলে বন বিভাগের এ কর্মকর্তা জানান।
বন কর্মকর্তারা তুলাতলা এলাকার জঙ্গলে দুই দিন আগে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার কথা বললেও ফায়ার সার্ভিস কর্মীরা শুক্রবার দুপুরেও বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বের হওয়ার খবর জানিয়েছেন।
বুধবার বিকাল পৌনে ৪টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় আগুনের সূত্রপাত হয়। গত এক মাসে ওই এলাকায় অগ্নিকাণ্ডের চতুর্থ ঘটনা এটি। এরপর বৃহস্পতিবার বিকালে চাঁদপাই রেঞ্জে ‘বিশেষ সতর্কতা’ জারি করে সেখানে জেলে, মৌয়ালি, বাওয়ালি বা সাধারণ মানুষের চলাচল সংরক্ষিত করে বন বিভাগ।
সেই সঙ্গে ঘন ঘন আগুন লাগার কারণ উদঘাটনে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মোজাহেদ হোসেনকে প্রধান করে গঠিত এ কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন