সুন্দরবনে আগুন : মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মী
সুন্দরবনের গহিনে ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের টেংলার বিল এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে এক মাসে চতুর্থবার আগুন লাগার ঘটনা ঘটল।
অন্যদিকে, বন বিভাগের উদ্যোগে ১৬ মৎস্য শিকারিকে আসামি করে মামলা করলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে।
গত ২৫ এপ্রিল বন বিভাগের উদ্যোগে আগুন প্রতিরোধে পাঁচটি ওয়াচ টিমের কার্যক্রম শুরু হয়। এই ওয়াচ টিমের কার্যক্রম শুরুর একদিন পর আবার আগুনের ঘটনা ঘটল। গত ১৪ বছরে ২২ বার আগুন লাগল প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী সুন্দরবনে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক মনিরুজ্জামান জানান, সুন্দরবনে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের শরণখোলা ও মোরেলগঞ্জের দুটি ইউনিট সেখানে রওনা দিয়েছে। বাগেরহাট থেকে আরো একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য রওনা দিয়েছে।
স্থানীয় রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন জানান, বুধবার বিকেল ৪টার দিকে সুন্দরবনের টেংলার বিল এলাকা থেকে কুণ্ডলী আকারে ধোঁয়া বের হতে দেখে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মী, স্থানীয় বনজীবী ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। তবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সুন্দরবনের ধানসাগর স্টেশনের নাংলী এলাকার গহিন অরণ্যে চলতি বছরের ২৭ মার্চ সর্বপ্রথম আগুনের ঘটনা ঘটে। এর পর একে একে চারবার আগুন লাগে। এরই মধ্যে পুড়ে গেছে বনের সুন্দরী, শিংরা, নলবোনসহ বিশাল এলাকা। বন বিভাগ ও স্থানীয়দের দাবি, আগুনের ঘটনাটি পরিকল্পিত। স্থানীয় একটি প্রভাবশালী মহল রাজনৈতিক আশ্রয়ে সুন্দরবনে একের পর এক নাশকতা চালিয়ে যাচ্ছে।
প্রথমবারের মতো এবারই নাশকতাকারীদের শনাক্ত করে ১৬ জনকে আসামি করে মামলা করেছে বন বিভাগ। এর একটি আদালতে ও অপরটি শরণখোলা থানায় বন কর্মকর্তারা বাদী হয়ে মামলা করেন। বন বিভাগের মামলায় প্রধান অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান শিকারি। বাকিরাও একই রাজনৈতিক দলের নেতাকর্মী বলে জানা গেছে, যাঁরা বিভিন্ন সময় বন বিভাগের কর্মকর্তাকে জিম্মি করে এ ধরনের নাশকতা চালিয়ে আসছে বলে স্থানীয়দের অভিযোগ।
বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সংঘবদ্ধ চক্র এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলার সাহস রাখে না। প্রতিবার আগুন লাগার পরই ওই মহলের নিয়োগ করা লোকজন স্থানীয় লোক যাতে সংবাদমাধ্যমের সামনে কথা না বলে, এমন হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না।
সর্বপ্রথম ২০০২ সালের ২২ মার্চ কটকা অভয়ারণ্য এলাকায় ছয় একর, ২০০৪ সালের ২৫ ও ২৭ মার্চ, ২০০৫ সালের ৮ এপ্রিল আমরবুনিয়া, ১৩ এপ্রিল ধানসাগরের তুলাতলায় চার একর, ২০০৬ সালের ৩ মার্চ চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কম্পার্টমেন্টের আড়াই একর, ১৯ মার্চ তেরাবেকা দাবানলে দেড় একর, একই বছর ১২ এপ্রিল আমরবুনিয়ায় দেড় একর, একই দিনে কমলতেজি এলাকায় দেড় একর, ২০০৭ সালের ১৫ জানুয়ারি শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া ক্যাম্পে সাড়ে পাঁচ একর, একই বছর ১৯ মার্চ ও ২৮ মার্চ চাঁদপাই রেঞ্জের নাংলীর পচাকোড়ালিয়ায় দুই দফায় ১০ একর, ২০১০ সালে ২০ মার্চ চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের সাতাশ কম্পার্টমেন্টের পাঁচ একর, ২০১১ সালের মার্চ মাসে তিন দফা ১ মার্চ, ৮ মার্চ, ৯ মার্চ আগুনে চাঁদপাই রেঞ্জের নাংলী এলাকায় ১০ একর বন পুড়ে যায়। ২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পঁয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়।
সর্বশেষ চলতি বছরের ২৮ মার্চ, ১৩ এপ্রিল, ১৮ এপ্রিল ও ২৭ এপ্রিল সুন্দরবনের ধানসাগর স্টেশনের নাংলী, পচাকোড়ালিয়া ও টেংলার বিল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, সুন্দরবন সবার কাছে একটি ঐতিহ্যপূর্ণ এলাকা। এর নিরাপত্তায় পুলিশ সর্বদাই প্রস্তুত। আগুন লাগার ঘটনায় বন বিভাগ আদালতে একটি মামলা করেছে। এতে ছয়জনকে আসামি করা হয়। ওই মামলার কপি শরণখোলা থানায় পৌঁছেছে। অন্যদিকে, বন বিভাগের পক্ষ থেকে আরো একটি মামলা শরণখোলা থানায় দায়ের করা হয়েছে। ওই মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো পাঁচজনকে আসামি করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন
রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন