সুন্দরবনে কুমিরের বাচ্চা ‘উধাও হবার’ রহস্যের সমাধান
সুন্দরবনের করমজল এলাকায় একটি সরকারি কুমির প্রজনন কেন্দ্র থেকে গত কয়েকদিনে অন্তত ৬৩টি কুমিরের বাচ্চা নিখোঁজ বা মৃত পাওয়া যাবার রহস্যের অবশেষে সমাধান হয়েছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
এমনকি প্রথমে আউটসোর্সিং স্টাফদের সন্দেহ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয় এবং মামলাও করেন কর্মকর্তারা।
কিন্তু তারপর বাচ্চাগুলো নিখোঁজ হচ্ছিল।
কীভাবে হলো এই রহস্য ভেদ?
বন সংরক্ষক এবং অতিরিক্ত প্রধান ওয়ার্ডেন জাহিদুল কবির বিবিসি বাংলাকে জানান, মৃত কৃমিরগুলোর ঘাড়ে দাতে দাগ থেকে তাদের সন্দেহ হয় এটা হয়তো বণ্যপ্রাণীর কাজ এবং গোপন ক্যামেরায় নজরদারি শুরু করেন তারা।
বন কর্মকর্তাদের তথ্যমতে, সাধারণত কোনও বণ্যপ্রাণী কিছু শিকার করলে ওই জায়গায় খায় না অন্য জায়গায় টেনে খায়।
মি: কবীর জানান, মৃত কুমিরগুলো যে জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল সে জায়গাতেই তারা রেখে দিয়েছিলেন। “শিকারী যেহেতু খাবার লুকিয়ে রেখেছিল , সুতরাং সে আবার আসবেই-এ ধারণা থেকে এ কাজটা করা হয়” বলছিলেন জাহিদুল কবীর।
গতকাল রাতে দশ জোড়া ক্যামেরা বা বিশটা ক্যামেরা সেখানে স্থাপন করেন বন কর্মকর্তারা।
এরপর আড়াল থেকে তারা দেখতে থাকেন কী ঘটে।
একসময় আড়াইটার দিকে তারা দেখতে পান একটা বিড়ালের মতো প্রাণী সেখানে ঢুকছে।
ওই জায়গাটায় প্রাণীটা ঢোকার পর সামনে আস্তে আস্তে এগিয়ে দেখতে পান একটা চিতা বিড়াল বা লিওপার্ড ক্যাট মৃত কুমিরগুলো খাচ্ছে।
“যেহেতু ওটাকে বের করা যাচ্ছিল না এবং আমাদেরও প্রস্তুতি ছিল না তাই এটাকে গুলি করে মারা হয়েছে”-জানান মি: কবীর।
পরে ওই চিতা বিড়ালটির পোস্ট মর্টেম রিপোর্ট করা হয় এবং তার পেট থেকে কুমিরের বাচ্চার দেহের অনেক অংশ বের করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন