বুধবার, আগস্ট ২৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুন্দরবনে কোস্টার ডুবি: শুরু হয়নি উদ্ধার কাজ

বাগেরহাট: সুন্দরবনের শেলা নদীর হরিণটানা এলাকায় তলাফেটে এক হাজার ২৩৫ টন কয়লা নিয়ে ডুবে যাওয়া সি হর্স-১ নামের কোস্টারটির উদ্ধার কাজ এখনো শুরু করা যায়নি।

রোববার সকালে বন বিভাগ, মংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড, জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আলাদা আলাদাভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কোস্টার ডুবির ঘটনা তদন্তে রোববার সকালে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বন বিভাগ। এই কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে কীভাবে পণ্য বোঝাই কোস্টারটি পানিতে নিমজ্জিত হল এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- চাঁদপাইরেঞ্জের ফরেস্ট রেঞ্জার গাজী মতিয়ার রহমান খান, ফরেস্টার সুলতান মাহমুদ ও সুন্দরবন পূর্ব বিভাগের জীববৈচিত্র কর্মকর্তা মেহেদী হাসান।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম জানান, রোববার সকালে পণ্যবাহী কোস্টারটি যে এলাকায় ডুবেছে সে এলাকা পরিদর্শন করা হয়েছে। পণ্যবাহী কার্গোটি পানির নিচে তলিয়ে যাওয়ায় তা একেবারেই দেখা যাচ্ছেনা। ইতোমধ্যে ডুবে যাওয়ার স্থানটি চি‎হ্ণিত করা হয়েছে। এখান থেকে চলাচল করা নৌযানগুলো যাতে নিরাপদে চলাচল করতে পারে সেজন্য লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। ডুবে যাওয়া কোস্টারটি দ্রুত কীভাবে তোলা যায় সেজন্য বিআইডব্লিউটিএ, কোস্টারের মালিক পক্ষ এবং মংলা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মোহম্মদ হাসান বলেন, ‘কয়লা বোঝাই কোস্টার ডুবিতে মংলা বন্দরের আগমন ও নির্গমন করা নৌযান চলাচলে কোনো অসুবিধা হচ্ছেনা। সকালে চিফ হাইডোগ্রাফার ফারুকুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে পরিদর্শনে গেছে। ডুবে যাওয়া ওই যানটিকে কীভাবে দ্রুত অপসারণ করে চ্যানেলটি স্বাভাবিক রাখা যায় তার জন্য আমাদের ওই দলটি কাজ করবে।’

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, কয়লা নিয়ে ডুবে যাওয়া সি হর্স-১ নামের কোস্টারটি কীভাবে ডুবলো তা জানতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমিনুর রশিদকে ঘটনাস্থল পরিদর্শন করতে পাঠানো হয়েছে। তিনি ফিরে আসার পর ডুবে যাওয়া কোস্টারটি কী উপায়ে দ্রুত অপসারণ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত: শনিবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর হরিণটানার কাছে কয়লা নিয়ে ডুবে যায় সি হর্স-১ নামের কোস্টারটি। এর আগে ২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে ওটি সাউদার্ন স্টার-৭ নামে একটি ওয়েল ট্যাঙ্কার ডুবে যায়। ওই সময় সুন্দরবনের এই নৌপথটি দিয়ে যান চলাচল বন্ধ করতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন দাবি জানিয়ে আসছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা