সুন্দরবনে ফের অগ্নিকাণ্ড
সুন্দরবনে আবারও আগুন ধরেছে। বনবিভাগের কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নাংলি ফরেস্ট ক্যাম্পের কাছে আব্দুল্লাহর ছিলা এলাকায় আগুন লাগে।
“বনবিভাগের কর্মী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।”
এছাড়া আগুন না ছাড়ানোর জন্য অগ্নিকাণ্ড এলাকার চারপাশে ফায়ার লাইন কেটে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তবে কীভাবে আগুন ধরেছে তা তিনি তাৎক্ষণিকভাবে বলতে পারেননি।
ধানসাগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন বলেন, বনকর্মকর্তা, বনজীবীসহ এখানে আসা অন্যান্য মানুষের অসতর্কতার কারণে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এটি এড়ানো যেত বলে মনে করেন তিনি। এর আগে গত ২৭ মার্চ একই এলাকায় আগুন ধরেছিল।
ওই সময় বনকর্মকর্তারা বলেছিলেন, সুন্দবনের যে এলাকায় আগুন লেগেছে সেখানে বনের তেমন কোনো মূল্যবান গাছপালা নেই। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এখানে লতাগুল্ম প্রজাতির কিছু গাছ রয়েছে, যেগুলো ‘বলা গাছ’ নামে পরিচিত। ওইদিন বেশকিছু বলা গাছ পুড়ে গেছে বলেও তারা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন