সুন্দরবনে বনদস্যুদের হাতে অষ্টম শ্রেণির স্কুলছাত্র জিম্মি
সুন্দরবনে বড় ভাইয়ের সঙ্গে মাছ ধরার সময় রাজিব হোসেন নামে এক অষ্টম শ্রেণির ছাত্রকে মুক্তিপণের দাবিকে জিম্মি করেছে দলদস্যু বাহিনী। রাজিব শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের আজিজ মুন্সির ছেলে।
মুক্তিপণের টাকা নিয়ে বনে বনে ঘুরলেও গত সাতদিন ছেলের সন্ধান পাননি আজিজ মুন্সি।
জানা গেছে, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রাজিব গত ২৮ নভেম্বর বড় ভাই রাসেল মুন্সির সঙ্গে মাছ ধরতে সুন্দরবনের মরাভোলা এলাকায় যায়। ওই দিন বিকেলে জেলে বহরে হামলা চালায় বনদস্যু বাহিনীর সদস্যরা। অন্য জেলেদের সঙ্গে দস্যুরা রাজিবকেও ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে বনের মধ্যে আটকে রাখে। এ সময় সঙ্গে থাকা বড় ভাই রাসেল মুন্সি ভাইকে ছাড়িয়ে আনতে দস্যুদের কাছে অনেক মিনতি করলেও তাতে কোন কাজ হয়নি।
রাজিবকে ফিরে পেতে তার পরিবারের সদস্যরা মুক্তিপণের টাকা নিয়ে গিয়ে বনদস্যু বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, অপহৃত রাজিবের পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি। তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত
বান্দরবানের রুমায় বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে তিনজন কেএনএফের সদস্য নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যবিস্তারিত পড়ুন
রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে, ৬ নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী একটি ট্রাক খাদে অন্তত ছয়জনবিস্তারিত পড়ুন