সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে দস্যু’ গুলিবিদ্ধ
সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সগির ভাণ্ডারী নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের পানেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, গুলিবিদ্ধ সগির ভাণ্ডারী জলদস্যু নয়ন বাহিনীর প্রধান। তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
র্যাব-৬-এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) রফিকুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে র্যাবের একটি দল সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পানেরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় ওত পেতে থাকা জলদস্যু নয়ন বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ১৫ মিনিট ধরে গোলাগুলির ঘটনা ঘটে।
ডিআইজি আরো জানান, পরে ঘটনাস্থল থেকে র্যাব পাঁচটি দেশি-বিদেশি অস্ত্র ও সাতটি গুলি উদ্ধার করে। একই সময় ঘটনাস্থল থেকে নয়ন বাহিনীর প্রধান সগির ভাণ্ডারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত
বান্দরবানের রুমায় বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে তিনজন কেএনএফের সদস্য নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যবিস্তারিত পড়ুন
রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে, ৬ নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী একটি ট্রাক খাদে অন্তত ছয়জনবিস্তারিত পড়ুন