সুন্দরবনে বরিশাল র্যাবের অভিযান, বনদস্যু নিহত।।
সুন্দরবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সুখ পাড়ার চর এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
র্যাব জানায়- নিহত বনদস্যুর নাম বিল্লাল মীর ওরফে কানা বিল্লাল।বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৭৭ রাউন্ড গোলাবারুদ ও দস্যুদের ব্যবহৃত বিভিন্ন মালপত্র জব্দ করা হয়েছে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান- গোপন সংবাদের ভিত্তিতে সকালে সুন্দরবনের ওই এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এসময় দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যুরা পিছু হটে গভীর বনে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে একটি মরদেহ পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে স্থানীয় জেলেরা জানান যে নিহত ব্যক্তি বনদস্যু শামসু বাহিনীর সদস্য বিল্লাল মীর।
এই সংক্রান্ত আরো সংবাদ
কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন
সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন
পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন