শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

কাল্পনিক সাক্ষাৎকার

হ্যাঁ, অপু বিশ্বাস আমার বউ, আমাদের একটা সন্তানও আছে : শাকিব খান

টালিউডের কিং খান খ্যাত সুপারস্টার শাকিব খানকে নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। তিনি কী স্টাইল করেন, তিনি কীভাবে কথা বলেন কিংবা তাঁর মুভি-সংক্রান্ত সব আপডেট ভক্তদের সব সময় চাই চাই। দুঃখজনক হলেও সত্য, শাকিব খান এত বড় একজন সুপারস্টার, কিন্তু তা সত্ত্বেও হাস্যরস তাঁর কোনো কাল্পনিক সাক্ষাৎকার নেয়নি। সে জন্য দেশজুড়ে বিতর্ক হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা শাকিব খানের কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছি। আশা করি, ভালো লাগবে।

হাস্যরস : আপনার ছবি সব সময় হিট হয় কেন?

শাকিব : কারণ আমি ‘হিট ম্যান’।

হাস্যরস : মুভিতে আপনি সুন্দরবন নিয়ে অসাধারণ একটা কথা বলেছেন। আপনি কি জানেন, সেই কথাটা কী?

শাকিব : সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে।

হাস্যরস : আচ্ছা, আপনি কীভাবে শিওর হলেন সুন্দরবনে সিংহ থাকে?

শাকিব : ইজি থিংক। সুন্দরবন একটি বন। এবং বনে সাধারণত সিংহ থাকে। সেই হিসেবে বলছি, সুন্দরবনে সিংহ থাকে।

হাস্যরস : কিন্তু সুন্দরবনে তো সিংহ নাই।

শাকিব : আপনি কি নিজ চোখে দেখছেন, নেই?

হাস্যরস : নিজ চোখে দেখিনি, তবে শুনেছি।

শাকিব : শোনা কথায় কান দিতে নেই।

হাস্যরস : অন্য প্রসঙ্গতে আসি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে। ব্যাপারটি আপনি কীভাবে দেখছেন?

শাকিব :
অঘটন।

হাস্যরস : হিরো আলম সালমান খানকে হারিয়ে দিয়েছে, অথচ আপনি এখনো বলিউডের কোনো নায়ককে হারাতে পারেননি। এটা কি আপনার ব্যর্থতা?

শাকিব : শোনেন, হিরো আলমকে দায়িত্ব দিয়েছি বলিউড নায়ক ঠেকানোর জন্য। কারণ সে ওদের জন্য যথেষ্ট। আর আমরা তো আছিই হলিউড হিরোদের ঠেকানোর জন্য। বলা যায়, হিরো আলম আমরা ভাই ভাই, টালিউডের চিন্তা নাই।

হাস্যরস : আচ্ছা আপনাকে শেষ প্রশ্ন, শুনলাম আপনি নাকি অপুকে বিয়ে করেছেন। আপনাদের একটা সন্তানও আছে?

হাস্যরস : হ্যাঁ। একদম ঠিক শুনেছেন। অপু বিশ্বাস আমার বউ। আমাদের একটা সন্তান ও আছে।

হাস্যরস : আপনি এতক্ষণ কাল্পনিক সাক্ষাৎকার দিয়েছেন। ব্যাপারটা বুঝছেন?

শাকিব : হা হা মজা নিলেন? ওকে মেনে নিলাম আপনি কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছেন। খুশি?

এই সংক্রান্ত আরো সংবাদ

আহা চিকুনগুনিয়া !

ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমিবিস্তারিত পড়ুন

‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’

চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়েরবিস্তারিত পড়ুন

ধর্ষিতা মেয়েটির গল্প

পারিনি সেদিন নিজেকে শোষকদের হাত থেকে রক্ষা করতে, পারিনি সেদিনবিস্তারিত পড়ুন

  • যা হবে কবিতা লিখে…!
  • কাটাপ্পা বাহুবলির পর এইবার হিরো আলম ড্রেস?
  • দর্শক যেভাবে বুঝলেন যে মাশরাফির স্ত্রী ক্রিকেট খেলেন না!
  • ‘‘আজকাল আইসিসির সহযোগিতা ছাড়া মাশরাফি-তামিমদের বিপক্ষে জেতা যায় নাকি’’
  • গরু খোঁজা (একটি গল্প)
  • যেসব খাতে ভ্যাট বসানো অতি জরুরি
  • ভাড়া ১০০ টাকা, ভ্যাট-ট্যাক্স মিলে ২৪০!
  • দুদকের হয়ে কেস লড়তে চান কেডি পাঠক
  • শততম টেস্টে আম্পায়ার কেন ওই রকম করলেন?
  • রিক্সা চালাই বিয়ে করেছিলাম, আমার মতই এক গরীবের মেয়েকে বউ করে এনেছিলাম —
  • নারীর দাস জীবন এবং একজন সাদিয়া নাসরিন
  • আজকের এ দিনে রক্তে রঞ্জিত হয়েছিলো ঢাকার রাজপথ