সুন্দরী বিধায়ককে নিয়ে মাতোয়ারা সামাজিক যোগাযোগ মাধ্যম
সম্প্রতি আসামের বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আঙুরলতা ডেকা। সুন্দরী এই নারীকে নিয়ে মাতোয়ারা সামাজিক যোগাযোগ মাধ্যম।
অনেকে বলছেন, রাজনীতির ময়দানে অন্য সব সুন্দরী নারীকে ছাপিয়ে যাবেন তিনি। আসামের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী আঙুরলতা বাতাডোবা বিধানসভার আসন থেকে নির্বাচিত হয়েছেন। তার রাজনীতি নিয়ে কেউ কথা না বলে মেতেছেন তার রূপের প্রশংসায়।
আসামে বিধানসভা নির্বাচনের প্রচারের মঞ্চে মোদির পাশে আঙুরলতার ছবি তাকে আলোচনার শীর্ষে এনে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অন্যতম আলোচনার বিষয়ও তিনি।
এমন আলোচনায় খুশি আঙুরলতার দাবি, রাজনীতির আঙিনায় ভক্তের অভাব হবে না তার। তবে তিনি সাধারণ মানুষের পাশেই থাকতে চান।
আঙুরলতা ডেকা সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বলিউডের বিশিষ্ট পরিচালক রামগোপাল ভার্মা। টুইটারে তিনি বলেন, ‘যদি এখন বিধায়করা এমন দেখতে হন, তা হলে সত্যিই `আচ্ছে দিন` এসে গেছে। ধন্যবাদ আঙুরলতাজি। ধন্যবাদ মোদিজি। এই প্রথম আমি রাজনীতিকে ভালোবেসে ফেললাম।’
এই টুইটে বিতর্ক শুরু হলে বলিউডের এই পরিচালক জানান, আমি শুধু তার প্রশংসা করতে চেয়েছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন