রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুন্দর চুমু যৌন মিলনের থেকেও বেশি তৃপ্তিদায়ক! জানেন কি?

চুম্বনের ফাঁদ এতটাই রহস্যময় যে তাকে ঠিক করে আবিষ্কার করা যায় না। কিন্তু, সম্পর্কের ঘনিষ্ঠক্ষণকে ঠিকঠাক চিনে উঠতে পারলে চুম্বন হয়ে উঠতে পারে এক স্বর্গীয় অনুভূতি। যার জন্য কাঙাল হয়ে যায় পুরুষ-নারী।

চুম্বনের প্রেমে কে পড়েননি! বাঘা বাঘা ব্যক্তিত্ব থেকে আম আদমি— চুমুতেই খুলেছেন তাঁদের প্রেমের দ্বার। বঙ্গেরই এক মহান পরিচালক তাঁর তরুণ বয়সে বালি ব্রিজের উপরে তাঁর সুন্দরী বান্ধবীকে এক্কেবারে লিপলক কিসে বেঁধেছিলেন। সেই মুহূর্ত আজও তাঁদের জীবনের মহার্ঘ হয়ে আছে বলেও বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করে থাকেন। চুমুর এমনই মহিমা। সম্পর্কের যত ধরন আছে তার মধ্যে চুম্বন এমন একটা বিষয় যে সবাইকে প্রেমের বন্ধনে বাঁধে। চুম্বনের এমনই মহিমা যে তাকে সহজে অশ্লীলতার দায়ে ফেলা যায় না।

কিন্তু, জানেন কি পুরুষ-নারীর সম্পর্কে চুম্বনের জাদু কতটা? একটা সুন্দর চুমু একাধিকবার যৌন মিলনের থেকেও বেশি তৃপ্তিদায়ক। কী ভাবে একজন ভাল চুম্বনকারী হবেন, জানতে হলে খেয়াল করুন নিচের বিষয়গুলি—

১. আশা করবেন না আপনার সঙ্গিনী আপনাকে প্রথমেই চুমু খেয়ে বসবে। প্রকৃত পুরুষমানুষের মতো বান্ধবীকে চুমু খাওয়ার প্রক্রিয়াটা আগে নিজে থেকে শুরু করুন। যদি, বান্ধবী আগে এই প্রক্রিয়া নিজে থেকেই শুরু করতে চায় তাহলে ঘাবড়ে যাবেন না। সহযোগিতা করুন মুহূর্তটাকে মধুময় করে তুলতে।

২. চুমুর শুরুতেই চোখ বন্ধ করবেন না। চুম্বন মুহূর্তে একে অপরকে ভালো করে দেখুন। প্রয়োজনে চুমুর প্রক্রিয়া থামিয়ে একে অপরকে দেখে নিন, ফের লেগে পড়ুন কাজে।

৩. লিপ লক কিসে যতটা পারুন মুখ খুলে রাখুন। কারণ, লালার সঙ্গে যৌন তৃপ্তির হরমোন সংযোগ রয়েছে। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে শ্বাস নিন। দেখবেন, একটা সময় নিজে থেকেই আপনাদের নিঃশ্বাস গতি পেয়েছে। কারুন, চুমুর এই তৃপ্তি আপনার শরীর ও মনে আনন্দকে উত্তেজক করে তুলবে।

৪. দু’হাতে কখনও নিজের প্রিয়মানুষটাকে গভীরভাবে আঁকড়ে ধরেছেন। যদি না ধরে থাকেন। তাহলে গভীর চুম্বনে হাতকে কাজে লাগান। মহিলাদের মতে চুম্বনের সময় পুরুষসঙ্গী যদি দু’হাতে তাঁদের মুখ বা পিঠ আঁকড়ে থাকে তাহলে নাকি তৃপ্তির অনুভূতি কয়েকগুণ বেড়ে যায়। পুরুষদের মতে, তাঁরা চান চুম্বনের মহিলারা যেন তাঁদের মাথার বিলি কেটে দেয়, অথবা শরীরের হাত বোলায়।

৫. পারলে দু’হাতে বান্ধবীকে ধরে একটু ঝুঁকিয়ে দিন। এরপর চুম্বনে মনোনিবেনশ করুন। কারণ, মহিলারা নাকি এতে ফ্যান্টাসাইজড হয়ে যায়।

৬. চুম্বনের মুহূর্তে মহিলারা ঠোঁটটা একটু রাঙিয়ে রাখতেই পারেন। তাতে চুম্বনে পুরুষের আকর্ষণ আরও বেড়ে যায়। পুরুষরাও যদি ঠোঁটে লিপ বাম লাগিয়ে রাখেন, তাহলে মহিলাদের কাছে বাড়তি কদর পেতেই পারেন।

৭. চুম্বন একটি শারীরিক ক্রিয়া হলেও, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অন্দরের অনুভূতি। সুতরাং, সুন্দর চুমু মানে এই নয় পাশবিক শক্তি প্রয়োগ। স্মুচিং-এ অনেকে এত তাড়াহুড়ো করেন যে ঠোঁট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। রক্তের স্বাদ চুমুকে অন্যমাত্রা দেয়, কিন্তু, তার প্রক্রিয়া স্বাভাবিক রাখুন। অস্বাভাবিক প্রক্রিয়ায় রক্ত ঝরলে মজাই মাটি হবে।

৮. চুমু খাবেন বলে আগে থেকে সব প্ল্যান করবেন না। কারণ, এটা এমন একটা স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া যা স্থান-কাল সময় না জানাটাই ভালো। যে কোনও মুহূর্তেই আসতে পারে এই ক্ষণ। তাই চিনতে শিখুন কোন মুহূর্তটা হতে পারে আপনার চুম্বনের সেরা সময়।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়