সুন্দর ত্বকের রহস্য জানালেন কাজল

অভিনেত্রী কাজল জানিয়েছেন, বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে ত্বকের যত্নের বিষয়ে উদাসীন থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এর প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি।
দুই দশক ধরে অভিনয় করছেন কাজল। তিনি জানান, শুরুতে তিনি কঠোর পরিশ্রম করেছেন এবং তার ত্বকের যত্ন নিয়ে অবহেলা করেছেন।
এ প্রসঙ্গে কাজল বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরুর দিকে ত্বকের যত্ন নিতাম না। সে সময় আমার বয়স অনেক কম ছিল। আমি অনেক পরিশ্রম করতাম। পরবর্তীতে আমি ত্বকের যত্নের রুটিন তৈরি করি এবং এখনো সেটি মেনে চলি।’
ত্বকের যত্ন নিয়ে বিস্তারিত জানিয়ে দুই সন্তানের জননী কাজল বলেন, ‘সবচেয়ে সহজ উপায় হলো-মুখমণ্ডল পরিস্কার করা, ত্বকের মশ্চারাইজার ঠিক রাখা এবং প্রতিরাতে মেকআপ তুলে ফেলা এবং আট গ্লাস পানি পান করা।’
তিনি আরো বলেন, ‘যখন প্রতিদিন এটি করবেন আপনি পার্থক্য বুঝতে পারবেন। প্রতিদিন দুইবার মুখমণ্ডল পরিস্কার করা, সানস্ক্রিন ব্যবহার করে সূর্যের তাপ থেকে ত্বক রক্ষা করা। এটি অবশ্যই পার্থক্য তৈরি করবে।’
কাজল বলেন, ‘মানুষ মনে করে যখন বয়স বাড়বে তখন ত্বকের যত্ন নেওয়া শুরু করবে। কিন্তু বয়স বৃদ্ধির লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে এর যত্ন নেওয়া শুরু করা উচিত। শরীরের পাশাপাশি ত্বকেরও যত্ন নেওয়া দরকার।’
৪২ বছর বয়সি এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে দিলওয়ালে সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। এতে আরো অভিনয় করেছেন বরুন ধাওয়ান, কৃতি স্যানন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন