সুপারমার্কেটের দুটি কিনলে একটি ফ্রি অথবা ছাড় দেওয়া পণ্যগুলো দেখে কিনুন
ব্যস্তময় নাগরিক জীবনে প্রতিদিন অথবা সাপ্তাহিক ঝামেলাবিহীন কেনাকাটার জন্য সবাই সুপারমাশপই বেছে নেয়। একই জায়গায় প্রয়োজনীয় সকল ধরনের পণ্য কিনতে পাওয়া যায় বলে সুপারশপগুলোর চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু এই মার্কেটে কেনাকাটার সময় আমরা মাঝে মাঝে অনেক ভুলও করে থাকি। একটু সচেতন হলেই এবং খেয়াল করলেই এই ভুলগুলো এড়ানো সম্ভব।
ছুটির দিন সুপারমার্কেটে কেনাকাটা না করাই ভালো। কারণ এসব দিনে মার্কেটে ভিড় বেশি থাকে। তাই কর্মদিবসেই কেনাকাটা করার চেষ্টা করুন। যারা চাকরি করেন না তারা দিনের কোনো একসময় কেনাকাটা করে নিতে পারেন। আর যাঁরা চাকরিজীবী, তাঁরা অফিস শেষে কেনাকাটা করে বাসায় ফিরতে পারেন। এতে ছুটির দিন একটু ভালোভাবে বিশ্রাম নিতে পারবেন এবং ঝামেলা ছাড়াই কেনাকাটা করতে পারবেন।
কিনতে যাওয়ার আগে আমরা সবাই একটি তালিকা তৈরি করে থাকি। কিন্তু সুপারমার্কেটে গেলে সব সময় এই তালিকা অনুসরণ করা হয় না। কারণ আমাদের চোখের সামনে এত জিনিস থাকে যে সবই নিতে মন চায়। তখনই খরচ বেড়ে যায়। তাই খরচ বাঁচাতে চাইলে সুপারমার্কেটে গেলে নিজের তৈরি করা তালিকার বাইরে কিছু কিনবেন না।
সুপারমার্কেটের দুটি কিনলে একটি ফ্রি অথবা ছাড় দেওয়া পণ্যগুলো এড়িয়ে চলুন। কারণ এসব পণ্য বেশির ভাগ ক্ষেত্রেই স্রল্প মেয়াদী ও মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে।
বন্ধু বা আত্মীয়ের সঙ্গে কেনাকাটা করতে যাবেন। যাতে তাঁকে কাউন্টারের লাইনে দাঁড় করিয়ে আপনি কেনাকাটা শেষ করতে পারেন। এতে আপনার সময় অনেকটা বেঁচে যাবে।
সুপারমার্কেটে কাউন্টার থেকে যে বিলের কাগজ দেওয়া হয় সেটা কাউন্টারে থাকাবস্থায় পণ্যের সঙ্গে মিলিয়ে নিন। কারণ অনেক সময় বিল ভুল করার কারণে আপনার খরচ বেশি হয়, অথচ আপনি বুঝতেই পারেন না। তাই মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার আগে বিল ভালো করে দেখে নিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন