সুপারস্টার মেসিকে দেখতে চাকরি বিসর্জন দিলেন এক মেসিভক্ত !

বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে দেখা করতে নিজের চাকরি ছেড়ে দিলেন মার্টিন নামের এক মেসিভক্ত। গত জুলাইয়ে মার্টিন সর্বপ্রথম বার্সেলোনায় আসেন। সে মাসে ক্যাম্প ন্যুতে ওয়েটারের চাকরি নেন তিনি। কিন্তু প্রিয় তারকাকে সামনে থেকে একনজর দেখতে নিজের চাকরিটা বিসর্জন দিলেন এই মেসিভক্ত। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ এর কাছে সে ঘটনার বর্ণনা দিয়েছেন মার্টিন।
স্টেডিয়ামে ঢুকে প্রথম দিনেই চেষ্টা করেন মার্টিন। তাতে সফলতার মুখ দেখেননি তিনি। মার্টিন বলেন, ‘আমি প্রথম যে দিন স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করি, ওইদিন নিরাপত্তাকর্মীদের টপকাতে পারিনি। কাজটা যে সহজ হবে না সে দিনই বুঝেছি। তারপরও আমি হাল ছাড়িনি। কারণ আমার উদ্দেশ্য লিও’কে দেখা।’
‘এরপর একদিন কাঁপতে কাঁপতে বার্সার ড্রেসিংরুমের সামনে পা রাখলাম। হঠাৎ হাতের মধ্যে থাকা চায়ের ট্রে পড়ে গেল। মনকে শক্ত করে আবার চেষ্টা করলাম। আমি ভাবিনি মেসিকে এত কাছে পাবো। যে দিন মেসিকে সামনে দেখি, আমি কাঁপছিলাম, কথা মুখে আটকে গেছে। সত্যিই আমার সামনে লিও। স্বন নয় তো।’
ইকুয়েডরের বিপক্ষে মেসির দুরন্ত নৈপুণ্য দেখে তাকে চিঠি লেখেন মার্টিন। তাতে কোনো লাভ হয়নি। শেষমেশ চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে ফুটবল জাদুকরের দেখা পেলেন মার্টিন। ‘মাঠে খেলা শুরু হওয়ার খুব বেশিক্ষণ বাকি নেই। এক এক করে কাতালান ফুটবলাররা মাঠে প্রবেশ করছে। আমি মেসির জন্য অপেক্ষায় আছি। সবাই মাঠে চলে গেল, আমি ভাবলাম আজও হলো না। কিন্তু ক্যামেরা আমার দিকে তখনও তাকিয়ে। হঠাৎ সামনে মেসি। সবাইকে ঠেলে আমি সোজা মেসির কাছে চলে গেলাম। মেসিকে বললাম, আমাকে একটা ছবি তুলতে দেবে? মেসি বলল, হ্যাঁ। বাকিটা ছিল শুধুই আনন্দ। ততক্ষণে আমি ঘোরের মধ্যে চলে গেছি। মেসি হাসতে হাসতে মাঠে চলে গেল।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন