শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া বিচারকের কাছে ব্যাখ্যা নয়

সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া কোনো বিচারককে আইন মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া বা ব্যাখ্যা তলব না করার পরামর্শ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগকে এ পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

একই সঙ্গে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন থাকার পরও কেন তাকে কাজে যোগদান করতে দেয়া হয়েছে এর কারণ ব্যাখ্যা করা থেকে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) জেসমিন আরা বেগমকে অব্যাহতি দেয়া হয়েছে। ওইসব বিষয় সামনে নিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে মন্ত্রণালয়কে এই পরামর্শ দেয়া হয়েছে।

সূত্র জানায়, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) মোস্তাফিজুর রহমান ছুটি নিয়ে বিদেশে যান। তারপর এ ছুটি বাড়ানোর আবেদন করেন। কিন্তু সুপ্রিম কোর্ট তার ছুটি না বাড়িয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে ও মন্ত্রণালয়ে সংযুক্ত করার পরামর্শ দেন। পরবর্তীতে ওই এসিজেএম দেশে ফিরে আবেদন জানালে সুপ্রিম কোর্ট তাকে কাজে যোগদানের অনুমতি দেন।

এরপর গত ২৭ অক্টোবর সিজেএম’র কাছে এ বিষয়ে ব্যাখ্যা তলব করে মন্ত্রণালয়। ব্যাখ্যা তলবের পর বিষয়টি থেকে অব্যাহতির জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান সিজেএম জেসমিন আরা।

তার আবেদনের ওপর গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটিতে (জিএ) আলোচনা হয়। একই সঙ্গে এখন থেকে সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া আর কোনো বিচারকের কাছে ব্যাখ্যা না চাওয়ার পরামর্শ দেয়া হয়।

উল্লেখ্য, মাসদার হোসেন মামলার রায়ের আলোকে তৈরি হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ এবং সাময়িক বরখাস্ত ও অপসারণ) বিধিমালা-২০০৭। এই বিধিমালা অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন ও বিচার মন্ত্রণালয় অধস্তন আদালতের যে কোনো বিষয়ে পদক্ষেপ নেবেন।

এই বিধিমালায় বলা হয়েছে, ‘উপযুক্ত কর্তৃপক্ষ (আইন মন্ত্রণালয়) কার্যকরভাবে পরামর্শ গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং কোনো ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের প্রস্তাব ও সুপ্রিম কোর্টের পরামর্শে ভিন্নতা থাকলে, তখন সুপ্রিম কোর্টের পরামর্শ প্রাধান্য পাবে।’

এ বিধিমালা অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ ব্যতিরেকে কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার আইন মন্ত্রণালয়ের নেই। এ বিধিমালা অনুসরণ না করেই ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কারণ দর্শানোর নোটিশ দেয় মন্ত্রণালয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল