সুপ্রিম কোর্টে বৃহস্পতিবারের বিচারিক কার্যক্রম বন্ধ
বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি সকাল ১১টায়। তার জানাজার পর থেকে সুপ্রিম কোর্টর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আজকের দিনের সকল বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। গত ১৭ জানুয়ারি ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রধান বিচারপতি হিসেবে ২০০৮ সালের ১ জুন শপথ নেন বিচারপতি এম এম রুহুল আমিন। পরে ২০০৯ সালের ২২ ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করেন।
এম এম রুহুল আমিনের জন্ম ১৯৪২ সালে ২৩ মে লক্ষ্মীপুর জেলায়। সাবেক এ প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইতিহাসে মাস্টার্স এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। এরপর ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি অস্থায়ী বিচারপতি এবং ১৯৯৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান।
পরে ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগে নিয়োগ পান তিনি। এ ছাড়াও ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বিচারপতি এম এম রুহুল আমিনের দুই ছেলে রাশেদ আহমেদ সুমন ও আশরাফুল আলম সুজন সুপ্রিম কোর্টের আইনজীবী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন