সুযোগ কাজে লাগাতে টাইগার আল আমিন
গত ফেব্রুয়ারিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্বকাপের মাঝপথে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত এসেছিলেন পেসার আল আমিন হোসেন। এর পর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলার সুযোগ পেলেও জাতীয় দলে আর জায়গা ফিরে পাননি। কবে বাংলাদেশ দলে ফিরবেন, তা-ও তাঁর জানা নেই। তবু আল আমিন এখন দারুণ খুশি। কারণ, ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলে রাখা হয়েছে তাঁকে। সুযোগটা কাজে লাগিয়ে জাতীয় দলে ফিরতে তিনি মরিয়া।
বুধবার উচ্ছ্বসিত আল আমিন বলেন, “বাংলাদেশ ‘এ’ দল হলেও এটা নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ আমার জন্য। সুযোগটা কাজে লাগানোর শতভাগ চেষ্টা থাকবে। সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে আশা করছি সাফল্য পাব।”
তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলতে আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছে ‘এ’ দল। সামনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের লড়াই। এ লড়াইয়ের প্রস্তুতি নিতে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দলে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়নার মতো তারকার থাকার কথা শোনা যাচ্ছে। বাংলাদেশও অবশ্য শক্তিশালী দল নিয়েই ভারতে যাচ্ছে। দলটির অধিনায়ক টানা ১১টি টেস্টে অর্ধশতক করে ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তির পাশে দাঁড়ানো মুমিনুল হক। সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার নাসির হোসেনকে।
১৫ জনের দলটির ১৪ জনই জাতীয় দলে খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ। আছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ খেলা সৌম্য সরকার। গত জুলাইয়ে ঘরের মাঠে অপরাজিত ৮৮ ও ৯০ রানের দুটো চমৎকার ইনিংস খেলে প্রোটিয়া-বধের নায়ক ভারত সফরে নিজেকে আরো ভালোভাবে মেলে ধরার সুযোগ পাচ্ছেন।
এই সফরে যাচ্ছেন সদ্য চোট থেকে সেরে ওঠা তাসকিন আহমেদও। গত জুনে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল করার সময় শরীরের বাঁ দিকের পেশিতে টান পড়ায় মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাঁকে। এর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলতে পারেননি এই পেসার। আল আমিনের মতো তাসকিনের সামনেও তাই জাতীয় দলে ফেরার সুযোগ এনে দিয়েছে ভারত সফর।
বাংলাদেশ ‘এ’ দলে জাতীয় দলে কখনোই প্রতিনিধিত্ব না করা একমাত্র ক্রিকেটার সাকলাইন সজীব। ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই বাঁহাতি ব্যাটসম্যানের সামনেও তাই দারুণ সুযোগ।
১৩ সেপ্টেম্বর রওনা দেওয়ার কথা ‘এ’ দলের। ভারতের ‘এ’ দলের বিপক্ষে ১৬, ১৮ ও ২০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলবেন মুমিনুল-নাসিররা। তিনটি ম্যাচই হবে বেঙ্গালুরুতে। প্রথম তিন দিনের ম্যাচ হবে মহীশূরে। ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক। বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় তিন দিনের ম্যাচটি শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে।
৩০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা ‘এ’ দলের।
বাংলাদেশ ‘এ’ দল : মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক, রনি তালুকদার, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম ও জুবায়ের হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন