সুরঞ্জিতের বক্তব্যে সংসদে ক্ষোভ
সংসদ প্রতিবেদক : সংসদ অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন সংসদ সংদস্য।
বৃহস্পতিবার জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে মাগরিব নামাজের বিরতির পরে পয়েন্ট অফ অর্ডারে এমন ঘটনা ঘটে। এ সময় স্পিকারের আসনে ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তিনি মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে নিজের অসন্তোষ জানান এবং সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে একমত পোষণ করেন। কারণ এ সময় অধিবেশন কক্ষে শুধু বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘মাননীয় স্পিকার আপনি অত্যন্ত সজাগ। এই অবস্থায় যদি হাউজ (অধিবেশন) চলে, তাহলে এই হাউজ চালানো থেকে, না চলায় ভালো। পার্লামেন্ট চালানোর জন্য সামনের সারিতে অন্তত একজন মন্ত্রী হলেও রাইখেন। মেনন সাহে তাকাইতেছেন। এটা অত্যন্ত দৃষ্টিকটু।’
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিশিষ্ট পার্লামেন্টিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রীদের নিয়ে বলেছেন, মনে হয় মন্ত্রীরা পালিয়ে গেছেন। এ বিষয়টি আমি এক্সপাঞ্জ করার জন্য স্পিকারকে অনুরোধ করব। মন্ত্রীরা আছেন। তারা পালাননি। উনি নিজেও একজন মন্ত্রী। কিছু মন্ত্রী অনুপস্থিত রয়েছেন। আগামীকাল শুক্রবার ও পরের দিন শনিবার। আমাদের মন্ত্রীরা ঢাকা বসে মন্ত্রিত্ব করেন না। অনেক মন্ত্রী বন্ধের দিনে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে যান।’
তিনি আরও বলেন, ‘তিনি একটা কথা বলেছেন- তা হলো ভেজাইললা মন্ত্রী। আমার মনে হয় শব্দটি মনের অজান্তে অনিচ্ছা সত্ত্বেও বলে ফেলেছেন। এই শব্দটি এক্সপাঞ্জ করতে স্পিকারকে অনুরোধ করব।’
আমেরিকার রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে নানক বলেন, ‘আমি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এ বিষয়টি দেখেছি। আমাদের দেশের দায়িত্বশীল ব্যক্তি আমেরিকা সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে প্রেক্ষিতে বার্নিকাট বলেছিলেন- আমাদের কোনো কু-মতলব নেই। জঙ্গিবাদ বিষয়ে বাংলাদেশ যে সাহায্য চাইবে, সেই সাহায্য দেওয়া হবে। এখানে আমেরিকার কোনো অপতৎপরতা নেই।’
পরবর্তীতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘ভেজাইললা শব্দটি আমি পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। যদি এটা এক্সপান্সের যোগ্য হয়, তাহলে অবশ্যই এক্সপান্স করা হবে।’
হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘পত্রিকায় যা লিখেছে সেটা সঠিক। সেখানে আমি আমেরিকা রাষ্ট্রদূত কোনো অন্যায় বক্তব্য রেখেছেন, এমন তথ্য দেখতে পাই নাই।’
সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের সমালোচনা করে শামীম ওসমান বলেন, ‘আমার অত্যন্ত শ্রদ্ধেয় পিতৃতুল্য নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন- আমেরিকার এই কথায় সামনের সারিতে আমাদের যে সকল মন্ত্রী বসে ছিলেন, তারা ভয় পেয়ে সরে গেছেন, নয়ত বা পালিয়ে গেছেন। আমি মনে করি- আমাদের আওয়ামী লীগে এবং জননেত্রী শেখ হাসিনা যাদের মন্ত্রী বানিয়েছেন, তারা পরীক্ষিত। ২১ আগস্ট গ্রেনেড হামলায়ও তারা সেখান থেকে সরে যান নাই। এই নেতারা কোনো শক্তির কাছেই মাথা নত করতে পারেন না। এটা বলে একাধারে যারা মন্ত্রী তাদের অসম্মানীয় করা হয়েছে। যারা মন্ত্রী, তারা অধিকাংশই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা।’
তিনি বলেন, ‘অত্যন্ত সিনিয়র ও পিতৃতুল্য নেতা নিজেই বক্তব্য প্রত্যাহার করুক, না হলে স্পিকারকে অনুরোধ করব, উনার বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বার্নিকাট যে ভাষায় বলেছেন, সেভাবে বলা উচিত হয়নি। গত এক বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ২০ গুণ বেশি খুন হয়েছে। আমি সুরঞ্জিত দা’র বক্তব্যের ভক্ত। তারপরেও মন্ত্রীদের নিয়ে তিনি যা বলেছেন, তা বোধ হয় ঠিক নয়।’
হাছান মাহমুদের বক্তব্যের সময় চিফ হুইপ দাঁড়িয়ে মাইক ছাড়াই ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন ‘আপনি কেন এই আলোচনা চালাচ্ছেন! বার্নিকাট কী বলেছেন, সেটি পত্রিকায় আছে। সেটিকেই রেফান্সে হিসেবে গ্রহণ করলেই হয়।’
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত মাসিক মধ্যাহ্ন ভোজসভায় লিখিত বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থেই বাংলাদেশকে সহায়তা করতে চেয়েছে মন্তব্য করে বলেন, ‘কোনোভাবেই বাংলাদেশকে দখল করার কোনো ইচ্ছা আমাদের নেই।’ তিনি আরও বলেন, ‘অনেকে বলছেন, যুক্তরাষ্ট্র সহায়তার আড়ালে বাংলাদেশকে দখল, নিয়ন্ত্রণ, এমনকি যুদ্ধক্ষেত্রে পরিণত করবে। কোনো উপায়েই এ দেশকে দখল করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, যুক্তরাষ্ট্রের সহায়তা হবে একজন অংশীদারের মতো, যাকে দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘ সময় ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু কৌশল ও জ্ঞান আছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দামবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়কবিস্তারিত পড়ুন