দা হিন্দুর প্রতিবেদন
সুষমার সঙ্গে মীর কাসেম ইস্যুতে কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী
তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি। এটাই হবে পররাষ্ট্রমন্ত্রীর চলতি বছরে প্রথম উচ্চ পর্যায়ের ভারত সফর । ভারতের দা হিন্দু পত্রিকার খবরে একথা বলা হয়।
আজ প্রকাশিত হিন্দুর প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলির আপিলের রায় মার্চের ৮ তারিখে হওয়ার কথা রয়েছে। এ রায়ের বিষয় নিয়েও দু’মন্ত্রীর মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে।
ভারতের দা হিন্দু পত্রিকার খবরে বলা হয়, গত ২১ ফেব্র“য়ারি পঞ্চগড়ে একজন হিন্দু পুরোহিতকে হত্যায় জড়িত সন্দেহে ৩ জেএমবি সদস্য গ্রেপ্তার হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে ভারতের সরকারি মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
প্রাথমিকভাবে আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য রাইসিনা সংলাপ চলাকালীন পররাষ্ট্রমন্ত্রীর এ সফর হওয়ার কথা থাকলেও কূটনৈতিক সূত্রের খবর ওই সংলাপের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন মাহমুদ আলি। এটি হবে এমইএ আয়োজিত এধরণের প্রথম ফ্লাগশিপ সংলাপ।
মার্চের মধ্যবর্তী সময়ে কাঠমান্ডুতে সার্ক মন্ত্রীদের বৈঠক চলাকালে বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দা হিন্দু আরো জানায়, বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুই পক্ষের যৌথ পদক্ষেপ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন