শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে ৮০ ভাগ মেয়র পদে জিতবে বিএনপি’

সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিএনপি শতকরা ৮০ ভাগ মেয়র পদে জয়ী হবে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যার আবদুল্লাহ আল নোমান।

শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, ‘বিএনপি সব নির্বাচনে অংশ নিয়েছে। কোনো নির্বাচনকে ভয় পায় না। জনগণ ভোট দিতে পারলে বিএনপি পরাজিত হবে না। পরাজিত করতে হলে ব্যালট পেপার ছিড়ে পরাজিত দেখাতে হবে। এমনিতে পরাজিত হবে না।’

‘পৌর নির্বাচনে ক্ষমতাসীনরা আচরণবিধি লঙ্ঘন করলেও এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যথা নেই’, উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করার সম্ভব নয়। পৌর নির্বাচনকে ৫ জানুয়ারির মতো আরেকটি প্রহসনের নির্বাচনের দিকে নেওয়া হচ্ছে।’

রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

‘জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটানোর আগ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে’ জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এখন দেশে মৌলিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শোষণ চলছে। এর বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে। কখনো রাজপথে, কখনো অন্যভাবে।’

আলোচনা সভায় অংশ নিয়ে দলের আরেক ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘একাত্তরে মুক্তিযোদ্ধারা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে সেই চেতনা আজ নেই। দেশে আইনের শাসন নেই, মানবাধিকার ভুলুণ্ঠিত।’

তিনি বলেন, ‘সরকারের মন্ত্রী-এমপিরা যেভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন, তাদের কাউকে ছয় মাসের কারাদ- দিলে বাকিরা চুপ হয়ে যেত। কিন্তু ‘নতজানু’ নির্বাচন কমিশনের পক্ষে সেটি সম্ভব নয়।’

বঙ্গবভনে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে দাওয়াত দিয়েও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককে গেট থেকে ফিরিয়ে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে নানাভাবে ব্যাখ্যা দেওয়া হয়। বর্তমানে নতুন একটি বিষয় যোগ হলো। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইবরাহিমকে বঙ্গভবনের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি সরকারের কর্তাব্যক্তিদের এ ঘটনার জন্য তার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।’

বিএনপির ভবিষ্যৎ সরকারবিরোধী আন্দোলনে নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। এজন্য দলের যুবদের অগ্রণী ভুমিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।

সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বক্তব্য রাখেন। এ ছাড়া যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল হোসেন, শ্রমিক দলের সহসভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মুনির হোসেন, ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট বক্তব্য রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল