সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি
হাটহাজারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপির প্রার্থীরা। নির্বাচনের দিন হাটহাজারীতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিনের চট্টগ্রামের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান মীর নাছির।
ইউনিয়ন পরিষদ নির্বাচন বিভাগীয় মনিটরিং টিম চট্টগ্রাম-ক- এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মীর নাছির বলেন, এ নির্বাচন সরকার পরিবর্তন করবে না। স্থানীয়ভাবে যোগ্য নেতৃত্ব তৈরির জন্য এ নির্বাচন একটি সিঁড়ি মাত্র। কিন্তু সরকার তাদের বাকশালি চেহারা প্রকাশ করতে স্থানীয় নির্বাচনকে শুরু থেকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
মীর নাছির বলেন, আমরা গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না।
আগামী ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ উপজেলায় বর্তমানে বিএনপির ১১ জন চেয়ারম্যান রয়েছেন। এসব ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কিন্তু সরকারি দলের প্রার্থীর লোকজন প্রতিনিয়ত বিএনপির প্রার্থীদের প্রচারে বাধা দিচ্ছে। প্রার্থীদের জোর করে উঠিয়ে নিয়ে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা হচ্ছে।
এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করার পরেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রশাসনকে প্রভাবমুক্ত রাখার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সেক্রেটারি ডা. শাহাদাত হোসেন, বিএনপি নেতা শেখ মো. মহিউদ্দিন, নুর মোহাম্মদ, অ্যাড. নাজিম উদ্দিন, অ্যাড. আবদুচ ছাত্তার, মো. আমিনুর ইসলাম, মো. আইয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন