শনিবার, মে ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা বিএনপির, আ.লীগের মৃদু নালিশ

আগামীকাল বুধবার ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ। সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কিন্তু শেষ মুহূর্তে এসে প্রধান দুই দল পাল্টপাল্টি অভিযোগ নিয়ে হাজির হলো কমিশনের কাছে।

ভোটের আগের দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, নির্বাচন কমিশন তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেনি। সবার সাথে সমান সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তারা। অপরদিকে বিএনপি বলছে, ক্ষমতাসীনদের দ্বন্দ্বে বেশিরভাগ সহিংসতা হয়েছে, এ সহিংসতার শিকার বিএনপি। কারো নির্দেশে ভোটের ফল পরিবর্তনের শঙ্কাও করছেন তারা।

মঙ্গলবার দুপুর ও বিকেলে যথাক্রমে বিএনপি ও আওয়ামী লীগের প্রতিনিধি দল আলাদা আলাদা বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমদের সঙ্গে।

সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের জানান, এ পর্যন্ত যত সহিংসতা হয়েছে, তা আওয়ামী লীগের পারস্পরিক অন্তর্কলহের কারণে হয়েছে। তিনি দাবি করেন, এর মধ্যে ৯০ শতাংশ সহিংসতার স্বীকার বিরোধী দল।

সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগের দিন খুব সহনশীল অবস্থায় রয়েছি এটা কিন্তু নয়, গণমাধ্যমের প্রতিবেদনগুলো সাক্ষী। এগুলোর বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি।’

ফল পরিবর্তনের শঙ্কা প্রকাশ করে মঈন খান বলেন, ‘কমিশনকে স্পষ্ট ভাষায় বলেছি, ভোটাররা যেন নিঃসঙ্কোচে এসে তাদের খুশি মতো ভোট দিতে পারেন। তারা যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবেন এবং ফলাফল যদি সেই ভিত্তিতে হয় এবং ফলাফল শিট যেন কারো নির্দেশে নির্ধারিত না হয়।’

পরে বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের প্রতিনিধি দল। বৈঠক থেকে বেরিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেন, ইসি তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে।

তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্রে করে কয়েকটি জায়গায় কিছু ঘটনা ঘটেছে, দলীয় নেতাকর্মীদের উপর আঘাত এসেছে। সেটাই নির্বাচন কমিশনকে জানাতে এসেছি। এছাড়া কিছু কিছু জায়গায় নির্বাচন কমিশন বিমাতাসুলভ আচরণ করছে। বিএনপি সংসদ ও ক্ষমতায় নেই, তাই ইসি তাদের প্রতি সদয় আচরণ করছে। তাদের সদয় আচরণ করতে গিয়ে আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে।’

এসময় তিনি বিএনপির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘মঈন খানের মতো বিএনপি তাদের অভ্যন্তরীণ কলহকে আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে।’

হানিফ বলেন, ‘বিএনপি ইসিতে মিথ্যা অভিযোগ করে আমাদের উপর চাপ সৃষ্টি করছে। তার উপর ভিত্তি করে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে তাতে আমাদের উপর অন্যায় ও অবিচার করা হচ্ছে। সেগুলো কমিশনকে বলেছি।’

তিনি বলেন, ‘অভিযোগ যাচাই-বাছাই না করে বিএনপির মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর পদক্ষেপ যুক্তিযুক্ত নয়। আশা করছি, নির্বাচন কমিশন সতর্কভাবে ব্যবস্থা নেবে।’

তবে ইসি ক্ষমতাসীনদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করলে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা নেই হানিফের। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে।’

নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড করা হয়নি অভিযোগ করে হানিফ ক্ষোভের সঙ্গে বলেন, ‘বিএনপির সাবেক প্রধানমন্ত্রী-মন্ত্রী, উপ-রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। কিন্তু আচরণবিধির কারণে আমরা পারিনি। তাদের বিপরীতে পৌরসভা, উপজেলার সভাপতি, সেক্রেটারিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। এটা কোনো লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না।’

প্রথমবারের মতো দলীয়ভাবে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে আগামীকাল বুধবার। ২৩৪ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের ২৩৩ ও বিএনপির ২২৩ জন মেয়র প্রতিদ্বন্দ্বী রয়েছে।

মেয়র পদে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯৪৫ জন লড়ছেন এবার। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ২৮৫ জন। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ হাজারেরও বেশি প্রার্থী রয়েছে।

ইতিমধ্যে অবশ্য সাতটি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেখানে শুধু কাউন্সিলর পদে ভোট হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের