‘সুস্থ’ হয়ে ড্রেসিং রুমে মুশফিক

‘মুশফিক এখন অনেকটাই সুস্থ । হাসপাতাল থেকে চলে এসেছে। এখন ও ড্রেসিং রুমে বসে খেলা দেখছে।’ এমন খবর দিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
এর আগে বলের আঘাতে মাঠ ছেড়ে হাসপাতালে যেতে হয় দলনেতা মুশফিকুর রহিমকে। হাসপাতাল থেকে আসে সুখবর। খারাপ কিছু হয়নি মুশফিকের। এক্স-রে রিপোর্ট ইতিবাচক ফলই এসেছে।
মিডিয়া ম্যানেজার জানান, হাসপাতালে নেয়ার পর মুশফিকের ঘাড়ে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে স্বস্তি খবরই এসেছে। কোনো সমস্যা ধরা পড়েনি। তবে আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তার আরও একবার দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
প্রথম ইনিংসে ২৬০ বলে ২৩ চার ও ১ ছক্কায় করেন ১৫৯ রান করেন মুশফিক। তখনও হাতে ব্যথা ছিল। কিন্তু তৃতীয় দিন ব্যথা বেড়ে যাওয়ার আর মাঠে নামানো হয়নি তাঁকে।
মুশফিকের জায়গায় কিপিং করেছিলেন ইমরুল। প্রায় দেড়শ ওভার উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন এই টাইগার ওপেনার। তালু-বন্দী করে ৫টি ক্যাচও। বদলী কিপার হিসেবে গড়েন বিশ্বরেকর্ড।
গেল কয়েকদিন আগে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফেরেন মুশফিক। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে আঙুলের চোট পান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন