সুস্বাদু এই খাবার গুলিতে হতে পারে মৃত্যু
যে খাবার কিছু দেখলে আপনার জিভে জল আসে, আপনি কি জানেন সেই খাবার গুলি হতে পারে আপনার মৃত্যুর কারণ। জেনে নিন নেই খাবার গুলির নাম।
কাজুবাদাম: মেরি কিংবা নোনতা এসব বিস্কুট এখন মুখে রোচে না কারও। কুকিজ চাই, তাও আবার কাজু দেওয়া। কাজুবাদাম নাম শুনলেন আমাদের মুখে আসে জল। কিন্তু জানেন কি এই খাবারটি হতে পারে আপনার মৃত্যুর কারণ। না তবে বাজারে বিক্রি হওয়া কাজুতে সমস্যা নেই। আসলে গাছ থেকে পেরেই যদি মুখে পুড়ে দেন কাজু, তাহলেই বিপত্তি। কারণ ঐ বাদামে আছে সাইয়্যান্যাজিন, যা মানব দেহে বিষক্রিয়া ঘটাতে পারে।
চিনাবাদাম: প্রেম কিংবা আড্ডা সঙ্গে চিনাবাদাম, এই কম্বোটা আমাদের সবার মোটামুটি বেশ পছন্দের। কিন্তু চিনাবাদাম খেলে আপনার শরীরে এলার্জিক সিনড্রোম দানা বাঁধতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে চিনাবাদামে রয়েছে এ্যালার্জির উপাদান। যা আপনার শরীরে এলার্জি ছড়িয়ে দিতে পারে।
চেরি: পেস্ট্রির ওপরে রাখা লাল চেরিটি তুলেই সোজা মুখে। চেরি আমাদের প্রায় সবার প্রিয়। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। কিন্তু জানেন কি, ছোট এই ফলটি হতে পারে আপনার মৃত্যুর কারণ। বিশেষজ্ঞদের মতে চেরির মধ্যে রয়েছে সাইয়্যান্যাজিনের মিশ্রণ মানব শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন