সু চিকে কানাডার প্রধানমন্ত্রীর চাপ প্রয়োগ

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ও তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চি’র ওপর চাপ প্রয়োগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনের ফাঁকে সু চি’র সঙ্গে বৈঠকে ট্রুডো এ বিষয়ে জোর দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন কানাডার বিশেষ দূত বব রে। গত মাসে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার সফর করেছিলেন রে।
বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্যাতন নিয়ে তার ভীতির কথা সু চির কাছে বলেছেন উল্লেখ করে রে বলেছেন, ‘আমার দৃষ্টিকোন থেকে কানাডার প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি কথাবার্তা শোনাটি ছিল তার (সু চি) জন্য অনেক গুরুত্বপূর্ণ।
বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে আন্তরিক ইচ্ছার কথাও সু চির কাছে ব্যক্ত করেছেন।
রে বলেন, ‘তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি কী বলছেন তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কী করছেন। আর সেজন্যই আমি মনে করি, মৌলিক পদক্ষেপগুলো বাস্তবায়নে আমরা কঠোর চাপ প্রয়োগ অব্যাহত রেখে যাব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন