সেই অসিনের বিয়ে ২৬ নভেম্বর
গাজনিখ্যাত অভিনেত্রী অসিন মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে অবশেষে গাঁটছড়াটা বাঁধতে চলেছেন। এমন কথা অনেকদিন থেকেই শোনা যাচ্ছে। তবে এ শোনা কথা নয়। বাস্তবতা। জানা গেছে, আগামী ২৬ নভেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এ জুটি।
আর বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে দিল্লির একটি হোটেলে। জানা গেছে, বেশ গোপনীয়তা এবং নিরাপত্তা বেষ্টনির মধ্যে বিয়ের কাজ সম্পন্ন হবে। শুধু এ জুটির ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়-স্বজনরা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। এর পর ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।
অসিন এবং রাহুলের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন গ্রীন নামের একটি প্রাইভেট ফার্মহাউজে। এখানেই সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেতা শহিদ কাপুর এবং মিরা রাজপুত। এখানেই শেষ নয়।
এ জুটির বিয়ের সংবর্ধনা রয়েছে মুম্বাইয়েও। তবে সেখানে কবে সংবর্ধনা অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি। মনে করা হচ্ছে ২৮ অথবা ২৯ নভেম্বর যে কোনো একদিন এটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এ বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও শোনা যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন