শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেই আমিরেই গর্ব করছে তার পরিবার

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করে পাঁচ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। পাঁচ বছর ধরে কেবল আমিরই নন, তার পরিবারও কাটিয়েছে দুঃসময়। সেই বিভীষিকাময় সময় কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন আমির। পাকিস্তানের পেস বোলিংয়ের অন্যতম ভরসার নামও এখন আমির। একইসাথে আবারো হয়ে উঠেছেন পরিবারেরর গর্ব।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। এই ম্যাচে নতুন বল হাতে ভারতের তিন তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি ও শিখর ধাওয়ানকে সাজঘরে পাঠিয়ে ভারত শিবিরে ধ্বস নামিয়েছিলেন আমির। শিরোপা জয়ের পথ তখন অনেকটাই সুগম হয়ে গিয়েছিলো পাকিস্তানের।

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর বদলে গিয়েছে আমিরের পারিবারিক জীবন। এমন অনবদ্য বোলিংয়ের পর আমিরের দুই ভাই নাভিদ এবং ইজাজ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওভালে নতুন বল হাতে আমিরের বোলিং স্পেলটাই পরিবারের সম্ভ্রম ফিরিয়ে দিয়েছে। মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের পরিবার।’

অথচ বছর পাঁচেক আগে এই আমিরের জন্যই লজ্জ্বায় মাথা কাটা গিয়েছিলো তার পরিবারের। প্রতিবেশীরা সুযোগ পেলেই বাঁকা চোখে তাকিয়েছে, আড়ালে ধিক্কার দিতেও পিছপা হয়নি। উদীয়মান ফাস্ট বোলার আমিরের আত্মবিশ্বাস তখন শূন্যের কোটায়। তবে চেষ্টা চালিয়ে গিয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে নিজেকে প্রমাণ করে ডাক পেয়েছেন পাকিস্তান দলে।

আমিরের স্পট ফিক্সিং কান্ডের পর রীতিমতো একঘরে হয়ে গিয়েছিলো তার পরিবার। কালের আবর্তে সেই আমিরের জন্যই তার পরিবার ফিরে পেয়েছে মর্যাদা। যার প্রমাণ দিলেন আমিরের ভাই নাভিদ, ‘রাওয়ালপিন্ডিতে চাঙ্গা বুঙ্গিয়াল গ্রামে থাকতাম আমরা। আমিরের স্পট ফিক্সিংয়ের ঘটনার পর গ্রামের লোকের সঙ্গে কথা বলতেও আমাদের লজ্জ্বা করতো। এরপর লাহোরে চলে আসি আমরা। আমাদের অনেক আত্মীয় রয়ে গিয়েছেন রাওয়ালপিন্ডিতে। আবার গ্রামে ফিরে গেলে আমিরের জন্যই আমরা বুক ফুলিয়ে, চোখ তুলে সকলের সঙ্গে কথা বলতে পারবো।’

নাভিদ আরও জানিয়েছেন নিষেধাজ্ঞার পাঁচ বছরে আমির ক্রিকেট থেকে দূরে থাকেননি, একাই চালিয়ে গিয়েছেন অনুশীলন। আমিরের লক্ষ্য ছিলো এমন কিছু করা যা তাকে নতুন করে চিনিয়ে দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এটাই করেছেন আমির। তার আগুনঝরা বোলিংয়েই ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির