সেই আলোচিত জাতীয় দলের ক্রিকেটার এখন নায়ক!
একটি সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য বোলার ছিলেন। ওয়ানডেতে নিয়মিত দলে জায়গা না হলেও টেস্টে ছিলেন দলের একজন অপরিহার্য পেসার। তিনি শাহাদাত হোসেন রাজিব।
এবার ছোটপর্দায় নায়কের খাতায় নাম লেখালেন সুঠাম দেহের এই খেলোয়াড়। এর আগে কয়েকটি পণ্যের মডেল হয়েছেন ডান হাতি পেসার শাহাদাত। ২০০৬ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন।
সম্প্রতি তিনি ‘পুতুল পুতুল’ শিরোনামের একটি নাটকের শুটিং করেছেন। ইফফাত আরেফীন মাহমুদ তন্বীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। প্রযোজনা করেছেন মাসুদুল হাসান। নাটকে শাহাদাতের বিপরীতে অভিনয় করেছেন পিয়া বিপাশা।
প্রথমবার নাটকে অভিনয় প্রসঙ্গে শাহাদাত বলেন, ‘নাটকে অভিনয় করতে আমি আগ্রহী ছিলাম না। এই নাটকের প্রযোজক মাসুদুল হাসানের সঙ্গে আমার পরিচয় অনেক আগে থেকেই। মূলত তিনি আমাকে নাটকে অভিনয় করার জন্য প্রস্তাব দেন। এরপর নাটকের চিত্রনাট্য পড়ে আমি বুঝতে পারি আমার চরিত্রটি একজন ক্রিকেটারকে ঘিরে। ভাবলাম করা যেতেই পারে।’
শাহাদাত-পিয়া ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, শাকিল আহম্মেদ। নির্মাতা তপু খান জানালেন, বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে। আগামী ঈদে এটি যে কোনো বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন