সেই কালো মাইক্রোবাস নিয়ে যা বললো পুলিশ
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকারীদের খুঁজে বের করতে সব বাহিনীর সমন্বয়ে কাজ চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। হত্যাকাণ্ডের সময় সন্দেহজনক গতিবিধিতে থাকা কালো মাইক্রোবাসের চালকই গাড়িটির মালিক বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। পুলিশ নিশ্চিত এই মাইক্রোবাসটিই ঘটনার সময় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সেই মাইক্রোবাস।
সন্দেহভাজন সাবেক শিবির নেতার রিমান্ড আবেদনের শুনানির তারিখ রোববার ঠিক করেছেন আদালত। চাঞ্চল্যকর হত্যায় জড়িত সন্দেহে ঘটনার তিনদিন পর বুধবার নগরীর হাটহাজারি এলাকা থেকে শিবির নেতা আবু নছর গুন্নুকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া কালো মাইক্রোবাসটিও ড্রাইভারসহ আটক করে পুলিশ।
সিএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন,‘ এটিই সেই মাইক্রোবাস বলে নিশ্চিত হওয়া গেছে। যে মাইক্রোবাসটি চালাচ্ছিলো সে-ই মাইক্রোবাসটির মালিক। মাইক্রোবাসের গতিবিধি এবং কোন জায়গা থেকে এসেছিলো সে সম্পর্কে আমরা জিজ্ঞেস করেছি। এখন সে ওখানে কেনো গিয়েছিলো, গাড়িতে কারা কারা ছিলো এবং তাদের উদ্দেশ্য কী ছিলো তা জানতে আরও জিজ্ঞাসাবাদ চলছে’।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি জানিয়ে বলেছেন, দেশের সব গোয়েন্দা সংস্থা মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের তদন্তে কাজ করছে। সিএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার আরও বলেন,‘ শুধু সিএমপি না পুলিশের যতো সংস্থা আছে সবাই মিলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে’।
সাবেক শিবির নেতা আবু নসর গুন্নুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। রোববার কেস ডায়রিসহ শুনানির আদেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
চট্টগ্রামের জিইসি মোড়ে রোববার সকালে শিশু সন্তানের সামনে কুপিয়ে ও গুলি করে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করা হয়। পরদিন ভোরে নগরীর বাদুরতলা বড় গ্যারেজ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শী ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন