সেই জমজ শিশু দু’টিকে বাঁচানো গেল না
বাঁচানো গেল না পেটে জোড়া লাগানো যশোরের সেই জমজ শিশু দু’টিকে। চৌগাছা উপজেলার একটি ক্লিনিকে গৃহবধূ রিনা খাতুন তাদের জন্ম দেন। তিনি চৌগাছার উজিরপুর গ্রামের কৃষক মন্টু হোসেনের স্ত্রী।
মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই নবজাতক মারা যায়। শিশুটির মৃত্যুও খবরের সত্যতা নিশ্চিত করেছেন মন্টু হোসেনের ভাই আক্তারুজ্জামান।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির হৃদযন্ত্রে পিডিএ ও রক্তে সেপসিসজনিত সমস্যা ছিল। জন্মের পর থেকেই শিশু দুটি হৃদরোগ ও রক্তে সেপসিসজনিত সমস্যায় ভুগতে থাকে। তাদের নবজাতক ও শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আক্তারুজ্জামান বলেন, গত ১৭ জুন শুক্রবার সকালে চৌগাছার একটি ক্লিনিকে তার ভাবি রিনা খাতুন জোড়া লাগানো জমজ কন্যা সন্তানের জন্ম দেন। শিশুর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার্ড করেন। পরের দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন