সেই জুনায়েদের বিরুদ্ধে অভিযোগপত্র
মেয়েবন্ধুকে কটূক্তি করার অভিযোগে নুরুল্লাহ নামের একজনকে মারধর ও তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জুনায়েদ ও তাঁর বন্ধুর বিরুদ্ধে করা দুই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে এ দুটি অভিযোগপত্র উপস্থাপন করা হয়েছে।
অভিযোগপত্রে জুনায়েদ ও রিজভীকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুলুর রহমান বিষয়টি জানিয়েছেন।
‘সোমবার সন্ধ্যায় আমাদের কাছে দুটি অভিযোগপত্র আসে। আজ দুটি আদালতে উপস্থাপন করা হয়েছে। একটি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এবং অন্যটি দণ্ডবিধির হত্যাচেষ্টা ও মারধর করার অভিযোগ করা হয়েছে’, বলেন মকবুলুর।
জিআরও জানান, দুজনই আদালত থেকে জামিনে আছেন। মামলা দুটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।
গত বছর ২০ মার্চ জুনায়েদ ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চান। সে সময় বিচারক কে এম শামসুল আলম জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।
এর আগে গত বছরের ১৩ মার্চ ধানমণ্ডির লেকের পাড়ে একটি মারধরের ঘটনা ঘটে, যা ভিডিও করা হয় এবং তা ফেসবুকে আপলোড করা হয়।
১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, এক কিশোরীকে কেন্দ্র করে নুরুল্লাহ নামের এক যুবককে মারধর করছেন জুনায়েদ। নুরুল্লাহ তাঁর বান্ধবীকে নিয়ে কটূক্তি করেছে অভিযোগ করে জুনায়েদ তাঁকে চড়-থাপড়, কিল-ঘুষি মারতে থাকেন। কিন্তু বারবার অস্বীকার করলেও নুরুল্লাহকে মেরেই চলেন জুনায়েদ।
ফুটেজে দেখা যায়, মারের হাত থেকে বাঁচতে কাকুতি-মিনতি করছেন নুরুল্লাহ। কিন্তু কিছুতেই থামছেন না জুনায়েদ; বরং দম্ভভরে জুনায়েদ বলেন, ‘আমি জুনায়েদ, তুই আমাকে চিনিস না।’
এ ঘটনায় ১৪ মার্চ ধানমণ্ডি থানায় মামলা করেন নুরুল্লাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন