সেই পাকিস্তানি মডেলকে নিয়ে নির্মিত হল ছবি (ভিডিওসহ)

পাকিস্তানি মডেল কান্দিল বালোচকে নিয়েই এবার নির্মিত হল স্বল্প দৈর্ঘ্যের ছবি। গত ১৫ জুলাই ভাইয়ের হাতে খুন হয় পাকিস্তানের পুনম পাণ্ডে খ্যাত ২৬ বছর বয়সী এ মডেল। ছবিটিতে ভাষ্যকারের ভূমিকায় রয়েছেন পপ কিংবদন্তী ম্যাডোনা।
দুইবার অ্যাকাডেমি পুরস্কার পাওয়া পাকিস্তানি চিত্রপরিচালক শর্মিন ওবেইদ শিনোয় তৈরি করেছেন ‘কান্দিল বালোচ: এ ভেরি শর্ট স্টোরি’ ছবিটি। শর্মিনের অনুরোধেই ছবিতে কান্দিলের জীবনের বর্ণনা দিয়েছেন ম্যাডোনা। গত সপ্তাহে নিজের ফেসবুকের পাতায় ম্যাডোনা লিখেছেন, ‘নিজের বাড়ির লোকের, নিজের ভাইয়ের হামলার আগে পর্যন্ত ‘ও’ সবার বিরুদ্ধে লড়েছে। অবশেষে পাকিস্তান সরকার অনারকিলিং বিরোধী বিল পাশ করেছে। এতদিন এই আইনের ফাঁকফোকড়ের সুযোগ নিয়ে হত্যাকারীরা উন্মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে!…এটা খুব খারাপ হয়েছে কান্দিল। আরও কতজনকে এভাবে মরতে হয়েছে।
কান্দিলকে নিয়ে বিভিন্ন ভিডিও ক্লিপ ও প্রকাশিত প্রতিবেদন জুড়ে দিয়েই নির্মিত হয়েছে এই ছবি। আরও আছে কান্দিলের বাবা মোহাম্মদ আজিমের মর্মান্তিক বয়ান। যেখানে তিনি বলছেন, সরকার তার হত্যাকারী ছেলেকে ফাঁসি দিলেই তিনি শান্তি পাবেন।
https://youtu.be/4kRrBMmXcWU
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন